সাত সকালে পুরীর কাছে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল ঢাকা-সহ বাংলাদেশের একটা অংশ

সাত সকালে পুরীর কাছে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল ঢাকা-সহ বাংলাদেশের একটা অংশ

11e1cf29bf3a2d4038abdd6e23d534b4

নয়াদিল্লি: সোমবার সকাল ৮টা ৩২৷ ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

আরও পড়ুন – দেশে চালু হচ্ছে পোলিও টিকার অতিরিক্ত তৃতীয় ডোজ, কবে থেকে

এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। এদিকে, এই ভূমিকল্পের ধাক্কা অনুভূত হয়েছে বাংলাদেশেও৷  সেদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ জানাচ্ছে, সোমবার সকাল ৯টা ০৫ মিনিট নাগাদ রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে৷ 

জানা গিয়েছে, ঢাকা থেকে ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল৷  

বাংলাদেশের আবহাওয়া দফতরের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে। ভারতের একদম কাছে। তবে ভূমিকম্পের ফলে প্রবল জলোচ্ছ্বাসের কোনও খবর মেলেনি। তেমন ক্ষয়ক্ষতির খবরও নেই৷