নয়াদিল্লি: শিশুদের সুরক্ষায় এবার বড় সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই চালু হতে চলেছে পোলিও টিকার তৃতীয় ডোজ, যা ‘ইঞ্জেকটেবল’। অর্থাৎ, এই টিকা ইনজেকশন দ্বারা দেওয়া হবে শিশুদের। কেন্দ্রের মূল লক্ষ্য দেশকে পুরোপুরি পোলিও মুক্ত করা। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, নতুন বছরের শুরু থেকেই এই টিকার ডোজ দেওয়া শুরু হয়ে যাবে।
আরও পড়ুন- হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, ‘দুয়ারে রেশন’ নিয়ে বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের
আপাতত পাঁচ বছর বয়স পর্যন্ত সব শিশুকে পালস পোলিও টিকা দেওয়া হয়, যার মধ্যে পাঁচটি ওরাল এবং দুটি ইনজেকশন। তবে আইসিএমআরের সূত্র বলছে, ১ জানুয়ারি থেকে দেশজুড়ে তৃতীয় ইনজেকশন ডোজ চালু হবে। সব রাজ্যের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বলে খবর। জানান হয়েছে, ১ জানুয়ারির পর ন’মাস থেকে এক বছর বয়সি সব শিশুকেই দেওয়া হবে তৃতীয় ডোজ। অতিরিক্ত এই পোলিওর টিকা দেওয়া হবে বাঁ হাতের ওপরের দিকের ত্বকের নীচে। কিছুদিন আগেই কলকাতায় নতুন করে পোলিও জীবাণু ধরা পড়েছিল। তাতে প্রচণ্ড উদ্বেগ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু পরে জানা গিয়েছিল তা মৃত।
সাধারণত, জন্মের পরেই পোলিয়ো টিকা খাওয়ানো হয় শিশুকে। তার পরে দেড়, আড়াই ও সাড়ে তিন মাস এবং দেড় বছর বয়সে পোলিয়ো টিকা খাওয়ানো হয়। দেড় ও সাড়ে তিন মাসে দেওয়া হয় ইঞ্জেকটেবল পোলিয়ো টিকা। এতদিন মোট ৭ দফা টিকা হলেও এবার থেকে তা হবে ৮ দফা। প্রসঙ্গত, ২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে পোলিয়োমুক্ত দেশ বলে ঘোষণা করেছিল।