কলকাতা: এই প্রকল্পকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। ডিলাররা খুশি ছিলেন। কিন্তু রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। অবশেষে এই প্রকল্প নিয়ে সেখান থেকে স্বস্তি পেল নবান্ন। দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে। এখন বাংলায় এই প্রকল্প চলতে কোনও বাধা নেই আপাতত।
আরও পড়ুন- রেকর্ড পারদ পতন কলকাতায়! সপ্তাহান্তে জাঁকিয়ে শীত গোটা বাংলায়, বলছে হাওয়া অফিস
প্রথম থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে রেশন ডিলারদের একটা অংশ। সরকারের এই প্রকল্প সাংবিধানিক নয় বলেই দাবি ছিল তাদের। সেই প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে গিয়েছিল তারা। কিন্তু রাজ্যও এই প্রকল্প নিয়ে অনড় দিল। সম্প্রতি বিধানসভায় এই প্রকল্প নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়ে বলেছিলেন, কোনও আপত্তির কাছে বা গায়ের জোরের কাছে মাথা নথ করা হবে না। ‘দুয়ারে সরকার’ চলবে। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তাতে নবান্নের স্বস্তি। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটে জিতে আসার পর সেই কথা রাখেন তিনি এবং এই প্রকল্পের কাজ শুরু করার কথা ঘোষণা হয়।
কিন্তু ঠিক কী নিয়ে সমস্যা? আসলে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের রেশন ডিলাররা সামগ্রী নিয়ে একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় পৌঁছে যাবেন এবং সেখান থেকেই বিলি করা হবে রেশন৷ এমনই ছিল এই প্রকল্পের নিয়ম। কিন্তু রেশন ডিলারদের একাংশ তা মানতে চাননি। কিন্তু আপাতত দেশের শীর্ষ আদালতের রায়ের পর এই প্রকল্পের কাজে আর বাধা রইল না।