Aajbikel

রেকর্ড পারদ পতন কলকাতায়! সপ্তাহান্তে জাঁকিয়ে শীত গোটা বাংলায়, বলছে হাওয়া অফিস

 | 
শীত

 কলকাতা: বেশ কিছুদিন তাপমাত্রার পারদ চড়ার পর অবশেষে ছন্দে ফিরছে শীত৷ ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে জারি পারদ পতন৷ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। 

আরও পড়ুন- গিরিশ মঞ্চে আগুন, দর্শকাসনে ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সহ আরও একজন


এদিকে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় কম৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ 


মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দেখলে বোঝা যাবে শীতের ছন্দ৷ ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে৷ ২০২০ সালের ২৪ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, চলতি বছর নভেম্বরে ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এই বছর যে শীতের ধুন্ধুমার ব্যাটিং দেখা যাবে, তা সহজেই অনুমেয়৷ পাশাপাশি আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে ঝঞ্ঝার কোনও সম্ভাবনা নেই৷ অবাধেই ঢুকবে উত্তুরে হাওয়া৷ দাপট বাড়বে শীতের৷ 


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,  উত্তর ও দক্ষিণবঙ্গের পাশাপাশি রেকর্ড ঠান্ডা পড়তে পারে পশ্চিমের জেলাগুলিতেও৷ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও চলচে মরশুমে জাঁকিয়ে শীত অনুভূত হবে। চলতি সপ্তাহের শেষেই তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণবঙ্গে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলেই ইঙ্গিত৷ 

Around The Web

Trending News

You May like