Aajbikel

গুডবাই গার্ড! এবার ট্রেনের দায়িত্বে আসছে ট্রেন ম্যানেজার

 | 
ট্রেন গার্ড

নয়াদিল্লি: ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ৷ উঠে গেল রেলের গার্ডের পদ৷ এই পদের নতুন নামকরণ করে দিল রেল মন্ত্রক৷ এবার থেকে আর গার্ড নয়, তাঁরা পরিচিত হবেন ট্রেন ম্যানেজার নামে৷ এই নতুন নামকরণ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছে রেল৷ তবে নাম পরিবর্তনের জন্য দায়িত্ব-কর্তব্য, বেতন বা নিয়োগ পদ্ধতিতে কোনও পরিবর্তন আসছে না৷ শুধুমাত্র এবার থেকে গার্ডদের সম্বোধন করা হবে ম্যানেজার বলে৷ 

আরও পড়ুন- দৈনিক সংক্রমণে লাগাম নেই, ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ


কেন এই নাম বদল?  রেলের পক্ষে এ ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে রেল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই দাবির নেপথ্যে মূল যুক্তি ছিল, গার্ডদের সামজিক পরিচয়। ‘গার্ড’ বলতে সাধারণত নিরাপত্তা রক্ষীদের বোঝানো হয়ে থাকে। অনেকেই নাকি ট্রেনের গার্ডদের রেলের নিরাপত্তা রক্ষী বলে ভুল করেন। মূলত সেই যুক্তির ভিত্তিতেই রেলের গার্ডরা ‘ম্যানেজার’ হতে চেয়েছিলেন। তাঁদের সেই দাবিই মেনে নিল রেল। তাঁদের অনুমান, নতুন নামে গার্ডদের সামাজিক সম্মান বাড়বে। 


রেল মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, বিভিন্ন ধরনের ট্রেনের গার্ডদের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে৷ যেমন  অ্যাসিসট্যান্ট ট্রেন ম্যানেজার, গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার, সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার প্রভৃতি৷ 
 

Around The Web

Trending News

You May like