নয়াদিল্লি: গুগলে সার্চ করলেই নাকি দেখা যাচ্ছে নাম, ঠিকানা! ফাঁস হয়ে গিয়েছে সকলের ব্যক্তিগত তথ্য, তাও আবার কো-উইন অ্যাপ থেকে। এমনই চাঞ্চল্যকর খবর সামনে আসছ। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে যে, হাজার হাজার মানুষের ব্যক্তিগত তথ্য নাকি এই অ্যাপ থেকে ফাঁস হয়ে গিয়েছে। অনলাইনে সার্চ করলেই নাকি দেখা যাচ্ছে নাম, ঠিক, ফোন নম্বর সহ একাধিক তথ্য। শুধু তাই নয়, সেই ব্যক্তির করোনা পরীক্ষার ফল কী হয়েছে তাও দেখা যাচ্ছে। এতে স্বাভাবিকভাবেই চাপে পড়ে গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও এই ইস্যুতে ব্যাখ্যা দিয়েছে তারা।
আরও পড়ুন- গোটা উত্তর-পূর্ব ভারত উঠল কেঁপে, তীব্র ভূমিকম্প অনুভূত
স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, কো-উইন সম্পর্কে যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। এমন কোনও ঘটনা ঘটেনি এবং ওই অ্যাপ সকলের তথ্য একেবারে সুরক্ষিত আছে। এই খবর যে একেবারে সত্যি নয় তার বড় ব্যাখ্যা হল, কো-উইন অ্যাপে কারোর বাড়ির ঠিকানা নেওয়া হয় না। আবার করোনার পরীক্ষার কোনও রিপোর্টও দেখতে চায় না। তাই এইসব তথ্য এখান থেকে ফাঁস হতে পারবে না কখনও। তাই তাঁদের স্পষ্ট বক্তব্য, এই সংক্রান্ত সব খবর ভুয়ো এবং অসত্য। আসলে হঠাৎ গুজব ছড়িয়েছিল যে, কো-উইন অ্যাপ থেকে ফাঁস হওয়া তথ্য রেইড ফোরামস নামক একটি ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছে এবং সমস্ত তথ্যগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রায় ২০ হাজার মানুষের যাবতীয় ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করা হয়। আরও বলা হয়, গুগলের সার্চ ইঞ্জিনে প্রায় এই ধরনের ৯ লক্ষ তথ্য রয়েছে।
গত বছর জানুয়ারি মাসে যখন ভারতে টিকাকরণ শুরু হয় তখন থেকেই এই কো-উইন ওয়েবসাইট, অ্যাপ চালু করে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন নিতে গেলে এই অ্যাপে নাম নথিভুক্ত করতেই হবে। এছাড়াও এখান থেকে টিকা সংক্রান্ত যাবতীয় তথ্য, কোথাও কত টিকা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য পাওয়া যায়।