Aajbikel

গোটা উত্তর-পূর্ব ভারত উঠল কেঁপে, তীব্র ভূমিকম্প অনুভূত

 | 
ভূমিকম্প

কলকাতা: দুপুরে অনুভূত হল ভূকম্পন। কেঁপে উঠল গোটা উত্তর-পূর্ব ভারত। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল মিজোরাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ বলে খবর। পশ্চিমবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় ভালই কম্পন অনুভূত হয়েছে। শহর কলকাতাতেও কম্পনের আন্দাজ করা গিয়েছে। যদিও স্বস্তির ব্যাপার, এখনও এই কম্পনের কারণে কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন- ওমিক্রনের দাপট! ৮ মাস পর দেশে ফের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লক্ষ

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল। আর এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে। উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য তো বটেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে ভারি মাত্রায়। কয়েক দিন আগে শিলিগুড়িতে ভূমিকম্প হয়, যদিও তার মাত্রা তুলনায় অনেকটা কম ছিল। এর আগে দেশে পরপর ভূমিকম্প হয়েছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ ছড়িয়ে পড়েছিল গবেষক মহলে। কারণ কিছুদিন অন্তর অন্তর ভূমিকম্প অনুভূত হচ্ছিল। কখনও তা উত্তর ভারতে, আবার কখনও দক্ষিণ ভারতে। এবার একবার ফের ভূমিকম্পের উৎসস্থল ভারতের উত্তর এলাকাই।

Around The Web

Trending News

You May like