বুথে গুলি! মেঘালয়, নাগাল্যান্ডের ভোটেও অশান্তির ছোঁয়া

বুথে গুলি! মেঘালয়, নাগাল্যান্ডের ভোটেও অশান্তির ছোঁয়া

শিলং: সোমবার ৬০ আসন বিশিষ্ট মেঘালয় এবং নাগাল্যান্ডের ৫৯টি আসনে নির্বাচন চলছে। এই দুই রাজ্যের ভোটেও সকালে থেকে বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটেছে। এমনকি বুথে গুলি চলার মতো ঘটনার কথাও সামনে এসেছে। জানা গিয়েছে, নাগাল্যান্ডের একটি ভোটকেন্দ্রে এনপিপি সমর্থককে লক্ষ্য করে গুলি ছোড়েন এক এনপিএফ সমর্থক। ওই বুথে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও আবারও শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ১২.০৬ শতাংশ। অন্যদিকে ওই একই সময় পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ১৭.৬০ শতাংশ।

আরও পড়ুন- ছেড়েছিলেন বিদেশের কাজ, অম্বানী-পুত্রবধূ কিন্তু পরিবারেরও গর্ব, চেনেন কৃশাকে?

মেঘালয় এবং নাগাল্যান্ড ছোট রাজ্য হলেও এই দুই রাজ্যকে নিয়ে যথেষ্ট টক্কর চলছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে। মেঘালয়ে গত পাঁচ বছর ন্যাশানাল পিপলস পার্টি (এনপিপি) ও বিজেপি জোট বেঁধে সরকার চালালেও, এ বারের ভোটে তারা পৃথক ভাবে লড়াই করছে। অন্যদিকে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাই আলাদা করে তাদের দিকেও নজর থাকছে। আবার নাগাল্যান্ডে ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সঙ্গে জোট করে লড়ছে বিজেপি। তবে দুই রাজ্যেই ক্ষমতা পাওয়ার আশা করছে কংগ্রেস শিবির।