যাত্রীবাহী বাসে ভয়ানক আগুন, ঝলসে মৃত্যু হল অনেকের

যাত্রীবাহী বাসে ভয়ানক আগুন, ঝলসে মৃত্যু হল অনেকের

নাসিক: শনিবার ভোরে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। যাত্রিবাহী বাসে আগুন লেগে মৃত্যু হল একাধিকজনের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। জানা গিয়েছে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। এর জেরেই এই বিপত্তি। কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় বলে জানতে পারা গিয়েছে। এছাড়া একাধিকজন গুরুতরভাবে আহত বলেও খবর। বাসে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- BCCI-এর সভাপতি পদে আর লড়াবেন না সৌরভ? আলোচনায় বিশ্বকাপজয়ীর নাম

বাসে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। আহতদের বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশ সূত্রে খবর, যাত্রিবাহী বাসটি ঔরঙ্গাবাদ রোড ধরে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে। ট্রাকটি নাসিক থেকে পুনে যাচ্ছিল। দুই গাড়িতে ধাক্কা লাগার পরই দাউ দাউ করে বাসে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান কমপক্ষে ১১ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 19 =