বিদ্রোহী কৃষকদের অবরোধে ‘চাক্কা জ্যাম’ দিল্লি সীমান্তে, জট কাটাতে ফের বৈঠক শনিতে

বিদ্রোহী কৃষকদের অবরোধে ‘চাক্কা জ্যাম’ দিল্লি সীমান্তে, জট কাটাতে ফের বৈঠক শনিতে

নয়াদিল্লি: কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে টানা ৯ দিন ধরে চলছে কৃষকদের আন্দোলন৷ দফায় দফায় বৈঠকে বসেও মেলেনি রফা সূত্র৷ বৃহস্পতিবারের বৈঠক ব্যর্থ হওয়ার পর শনিবার ফের আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ প্রায় ৪০ জন কৃষক নেতার সঙ্গে কথা বলে তাঁদের চাহিদা, উদ্বেগের বিষয়গুলি নিয়ে খোলা মনে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে৷ চাপের মুখে কেন্দ্রীয় সরকার ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে আইনের পরিবর্তন আনতে পারে বলেও সূত্রের খবর৷ 

আরও পড়ুন- বিয়েবাড়িতে হানা দিয়ে ভিন ধর্মের বিয়ে রুখল রাজ্যের পুলিশ

বৃহস্পতিবার সাত ঘণ্টার বেশি সময় ধরে ম্যারাথন বৈঠকেও জট কাটেনি৷ গতকালের বৈঠক কার্যত ছিল নিস্ফলা৷ এদিকে কৃষকরাও একরোখা৷ নিজেদের অবস্থান থেকে কোনও ভাবেই তাঁরা পিছু হঠতে নারাজ৷ কেন্দ্রের প্রতর্তিত তিনটি কৃষি বিলে বেশ কিছু ফাঁক ও খামতি রয়েছে বলেই দাবি তাঁদের৷ কৃষকদের দাবি নিয়ে শুক্রবার ফের আলোচনার বসবে কেন্দ্রীয় নেতৃত্ব৷ শনিবার বৈঠক হবে কৃষক নেতাদের সঙ্গে৷ এদিকে, দিল্লি সীমান্তে পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য থেকে আন্দোলনে যোগ দিতে লাগাতার ভিড় জমাচ্ছেন কৃষকরা৷ শুধুমাত্র পঞ্জাব থেকেই কয়েক হাজার কৃষক এসে পৌঁছেছেন৷ গাজিয়াবাদ-দিল্লি ২৪ নম্বর জাতীয় সড়ক, উত্তরাখণ্ড-দিল্লি ৯ নম্বর জাতীয় সড়ক, দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমানায় ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁঝ৷ এই মুহূর্তে দিল্লি সীমান্তে প্রায় ১২ লক্ষ কৃষক জমায়েত করেছে৷ কৃষি আইনের প্রতিবাদে সরব হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে ‘পদ্মবিভূষণ’ সম্মান ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তিনি৷ অকালি নেতা সুখদেব সিং ধিন্ডসার থেকেও দূরত্ব বাড়িয়েছেন পঞ্জাবের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- কৃষক বিদ্রোহ: ৭ ঘণ্টার বৈঠকেও অধরা সমাধান, শনিবার ফের আলোচনা

আজ দুপুর ১টা নাদাগ সিঙ্ঘু সীমান্ত যাওয়ার কথা রয়েছে আপ নেতা তথা দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈনের৷ কৃষকদের সুবিধা অসুবিধা নিজের চোখে খতিয়ে দেখতেই সিঙ্ঘু সীমান্তে যাচ্ছেন তিনি৷ এদিকে কৃষক আন্দোলনের জেরে বিপর্যস্ত দিল্লি-নয়ডা সীমান্তের যান চলাচল৷ নয়ডার ডিএনডি উড়ালপুলে তৈরি হয়েছে দীর্ঘ ট্রাফিক জ্যাম৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =