এবার তৃণমূলের পথে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী? অভিষেক সকাশে কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত

এবার তৃণমূলের পথে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী? অভিষেক সকাশে কংগ্রেসে ভাঙনের ইঙ্গিত

1b7d975d6a9b5eb37516a24aaa67f817

শিলং: মিশন ’২৪-কে সামনে রেখে ত্রিপুরা দখলের লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ শুধু ত্রিপুরা নয়, একুশের নির্বাচনের পর সর্বভারতীয় স্তরে নিজেদের নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে শাসক দল৷ অসমেও চলছে সংগঠনের কাজ৷ এরই মধ্যে জোড় গুঞ্জন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা৷ মঙ্গলবার রাতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করেছেন বলে খবর রয়েছে৷ সাংমা তৃণমূলে যোগ দিলে উত্তর-পূর্ব ভারতে বড় ভাঙন ধরবে কংগ্রেসে৷ চারিদিকে একাই প্রশ্ন, সুস্মিতা দেবের পর কি মুকুল সাংমা? 

আরও পড়ুন- করোনায় মৃত্যু হলে ৫০ হাজার ক্ষতিপূরণ, জানিয়ে দিল কেন্দ্র

তবে তৃণমূলের যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ এ বিষয়ে তিনি কৌশলী৷ উল্লেখ্য, মেঘালয়ের রাজনীতিতে জনপ্রিয় কংগ্রেস নেতা মুকুল সাংমা৷ তিনি মেঘালয়ের রাজনীতিতে বড় মুখ৷ ২০১৮ সাল পর্যন্ত মেঘালয়ে মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি৷ কিন্তু ২০১৮-র বিধানসভায় কংগ্রেস পরাজিত হয়৷  তিনি বর্তমানে সে রাজ্যের বিরোধী দলনেতা৷ তবে সম্প্রতি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মুকুল সাংমার৷ তাঁকে উপেক্ষা করে কংগ্রেস হাইকমান্ড সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করার পরেই এই দূরত্বের সূত্রপাত৷ আর মুকুলের এই ক্ষোভকে কাজে লাগিয়ে তাঁকে দলে টানার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ 

আরও পড়ুন- ‘R’ ভ্যালু, অ্যাকটিভ কেসে দুইই কমল দেশে! জোড়া সুখবরে বিরাট স্বস্তি

সূত্রের খবর, মঙ্গলবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সাংমা৷ তাঁর ঘনিষ্ট এক নেতার কথায়, ‘‘কলকাতায় একটি কাজে গিয়েছেন সাংমা৷ সেখানে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা হয়েছে৷ এর মধ্যে রাজনীতির সমীকরণ নেই৷’’ কংগ্রেস বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও অভিষেকের সঙ্গে সাংমার এই সাক্ষাতে চিন্তায় কংগ্রেস৷ ত্রিপুরায় কংগ্রেসে আগেই ভাঙন ধরেছে৷ প্রায় প্রতিদিনই কেউ না কেউ তৃণমূলে যোগ দিচ্ছে৷ অসমেও চলছে সংগঠনের কাজ৷ সেখানে রয়েছেন সুস্মিতা দেবের মতো নেত্রী৷ মুকুল সাংমা দলে এলে মেঘালয়েও তৈরি হবে তৃণমূলের সংগঠন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *