করোনায় মৃত্যু হলে ৫০ হাজার ক্ষতিপূরণ, জানিয়ে দিল কেন্দ্র

করোনায় মৃত্যু হলে ৫০ হাজার ক্ষতিপূরণ, জানিয়ে দিল কেন্দ্র

b9c78a1788d591e21b2dc26cbc7d873d

নয়াদিল্লি: করোনায় আক্রান্ত হলে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রত্যেক মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার, এমনটা জানান হয়েছে। রাজ্য সরকার গুলিকে বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে এই টাকা খরচ করার কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার শীর্ষ আদালতে করোনা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমনটা জানিয়েছে তারা। 

আরও পড়ুন- দায়িত্ব নিয়েই মমতার পাড়ায় রাজ্য BJP সভাপতি, প্রচারে বাধা পুলিশের

এদিন কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এতদিনে যতজনের মৃত্যু হয়েছে, এবং আগামী দিনে যাদের মৃত্যু হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ৫০ হাজার টাকা করে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সেই টাকা দেওয়া হবে। তারা আদালতে এও জানিয়েছেন, জেলা প্রশাসনের মাধ্যমে এই ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি এই জানান হয়েছে, মৃতের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে কোভিড ১৯-এর উল্লেখ থাকতে হবে। কী ভাবে এই ক্ষতিপুরণ মিলবে তা ব্যক্ত করে কেন্দ্র জানিয়েছে, ক্ষতিপূরণের আবেদন করার জন্য রাজ্যের পক্ষ থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেই ফর্ম ফিলাপ করে, সংশ্লিষ্ট নথি দিয়ে, তা জমা দিতে হবে নির্দিষ্ট দফতরে। নথিপত্র খতিয়ে দেখবে বিপর্যয় মোকাবিলা দফতর। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩০ দিনের মধ্যে এই ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের পরিবারের কাছে পৌঁছে যাবে। এক্ষেত্রে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত হতে হবে বলেও জানান হয়েছে। এই বক্তব্য দিয়ে স্পষ্ট হয়ে গেল যে, করোনায় মৃতদের ক্ষতিপুরণের বিষয়টি রাজ্যের দিকেই দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। 

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৬৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *