মুকেশ আম্বনিকেও ছাপিয়ে গেলেন ম্যাকডোনাল্ডের এই প্রাক্তন কর্মী! কী ভাবে?

মুকেশ আম্বনিকেও ছাপিয়ে গেলেন ম্যাকডোনাল্ডের এই প্রাক্তন কর্মী! কী ভাবে?

 

নয়াদিল্লি:  এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে ইতিমধ্যেই টপকে গিয়েছেন তিনি৷ শুধু তাই নয়, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের মতো প্রযুক্তিবিদদের ঘাড়েও নিঃশ্বাস ফেলছেন। ভাবছেন হয়তো কে এই বিত্তবান? তিনি ম্যাকডোনাল্ডের এক প্রাক্তন কর্মী৷ তাঁর এই উত্থানের পিছনে নেপথ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি৷ প্রাক্তন বার্গার প্রস্তুতকারক তথা সফটওয়্যার ডেভেলপার এই ব্যক্তির নাম চ্যাংপেং ঝাও।   

আরও পড়ুন- কোভিড পজিটিভ রাজনাথ সিং, নিয়েছিলেন দুটি ভ্যাকসিন

প্রতি বছর আবুধাবি গ্রাঁ প্রি-তে এক বিলাসবহুল পার্টিতে সমাগম ঘটে বিখ্যাত চলচ্চিত্র তারকা থেকে নামজাদা ক্রিড়াবিদদের৷ শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০ মিনিট দূরে অবস্থিত ইয়াস দ্বীপে পার্টি করতে আমন্ত্রণ জানানো হয় তাঁদের। তাঁরা প্রত্যেকেই যে বিত্তবান তা বলাই বাহুল্য৷ তবে গতমাস সেই পার্টিতে আমন্ত্রণ পান ম্যাকডোনাল্ডের প্রাক্তন কর্মী। রাতারাতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রাক্তন এই বার্গার প্রস্তুতকারক।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে বর্তমানে চ্যাংপেং-এর মোট সম্পত্তির পরিমাণ ৯৬ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৭২ হাজার কোটি টাকা! ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় অন্যতম অগ্রপথিক তিনি৷ ক্রিপ্টো-র দৌলতেই তাঁর এই প্রতিপত্তি। দুবাইয়ে বুর্জ খ‌লিফার কাছে ঝাঁ চকচকে বাড়ি নির্মাণ করেছেন তিনি। চ্যাংপেংয়ের বিত্তের ঝলক পরতে পরতে। তবে অনেকেই বলছেন, এই উত্থান সবে সূচনা৷ আগামী দিনে তা আরও বাড়তে চলেছে৷  

তবে চ্যাংপেংয়ের সংস্থাকে ঘিরে বিতর্কও রয়েছে৷ চিন থেকে নির্বাসিত হয়েছে তাঁর সংস্থা৷ আমেরিকাও বিনান্স হোল্ডিংস লিমিটেডের উপর নজর রাখছে। আর্থিক তছরুপ থেকে কর ফাঁকি, নানা অভিযোগ উঠে আসছে। যদিও চ্যাংপেং বা তাঁর সংস্থার তরফে এবিষয়ে কোনও মন্তব্য করেনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =