কোভিড পজিটিভ রাজনাথ সিং, নিয়েছিলেন দুটি ভ্যাকসিন

কোভিড পজিটিভ রাজনাথ সিং, নিয়েছিলেন দুটি ভ্যাকসিন

নয়াদিল্লি: প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে নিজেকে বাঁচিয়ে রাখলেও তৃতীয় ঢেউয়ে সেটা পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এবার করোনা ভাইরাস থাবা বসালো তাঁর শরীরে। নিজের করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন নিজেই। রাজনাথ সিংয়ের করোনা দুটি টিকাই নেওয়া আছে। আপাতত তিনি রয়েছেন কোয়ারেন্টাইনে।

এদিন টুইট করে নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে তিনি জানান, ”আজ আমি করোনা আক্রান্ত হয়েছি এবং মৃদু উপসর্গ রয়েছে। এখন কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।” রবিবারই কোভিড পজিটিভ হন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সংক্রমিত হয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। এছাড়াও একাধিক তারকা ব্যক্তিত্ব করোনা আক্রান্ত হয়েছেন বিগত কয়েক দিনেই। দেশের সংক্রমণ যে হারে বাড়ছে তাতে আরও বেশি উদ্বেগ সৃষ্টি হচ্ছে তা বলাই বাহুল্য।

আজকের তথ্য বলছে, দেশে দৈনিক ভাবে ১২ শতাংশেরও বেশি বেড়েছে করোনা সংক্রমণ। সব মিলিয়ে দৈনিক আক্রান্ত দুই লক্ষ হতেও আর বেশি বাকি নেই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন৷ আজ দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। একই সময় মৃত্যু হয়েছে ১৪৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৫৭ লক্ষ ০৭ হাজার ৭২৭ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬। এদিকে, দেশের সংক্রমণের হার আপাতত রয়েছে ৫.১৬ শতাংশে। তবে গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৩.২৯ শতাংশ। তবে দেশে সুস্থতার হার আপাতত কমে হয়েছে ৯৬.৬২ শতাংশ। অন্যদিকে তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯ জন। কেন্দ্র জানাচ্ছে, দেশে সবথেকে বেশি করোনা আক্রান্ত এই মুহূর্তে রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘন্টায় মোট ৪৪ হাজার ৩৮৮ জন আক্রান্ত সেই রাজ্যে। এদিকে, দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ০৩৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 20 =