BREAKING: করোনা-কালে EPFO-র সুদে কোপ, আপাতত এই হারে সুদ পাবেন গ্রাহকরা

BREAKING: করোনা-কালে EPFO-র সুদে কোপ, আপাতত এই হারে সুদ পাবেন গ্রাহকরা

 

নয়াদিল্লি: করোনার দাপটে এবার কোপ পড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদে৷ ইপিএফও-র সুদ নিয়ে বেশ কিছু দিন ধরেই কানাঘুষো চলছিল৷ বুধবার এই বিষয়ে বড়সড় ঘোষণা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)৷ ২০১৯-২০ অর্থবর্ষে দুটি কিস্তিতে সুদ দেওয়া হবে বলে জানাল তারা৷ এই সুদ পাবে ইপিএফও’র ৬ কোটি উপভোক্তা৷ 

আরও পড়ুন- মৃত্যুহার আদৌ কমাচ্ছে প্লাজমা থেরাপি? নয়া উদ্বেগ ICMR রিপোর্টে

 

বুধবার ইপিএফও বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে গ্রাহকদের। পরে বকেয়া ০.৩৫ শতাংশ সুদ দেওয়া হবে৷ চলতি বছর ডিসেম্বরেই বকেয়া সুদ পেয়ে যাবেন গ্রাহকরা৷  ইপিএফও বোর্ড ট্রাস্টি ব্রিজেশ উপাধ্যায় বলেন, ২০১৯-২০ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছিল৷ কিন্তু করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে৷

বাজারের খারাপ পরিস্থিতির জন্য লগ্নি ভাঙানো সম্ভব হয়নি৷ ফলে যত টাকা উঠবে ভাবা হয়েছিল তা ওঠেনি৷ তাই দু’ ভাগে সুদ দেওয়া হবে৷ তবে কোনও ভাবেই সুদের টাকা থেকে বঞ্চিত হবেন না গ্রাহকরা৷ বাকি থাকা ০.৩৫ শতাংশ সুদও ডিসেম্বরের মধ্যেই মিটিয়ে দেওয়া হবে৷ এমনকী ডিসেম্বর থেকে পুরনো হারেই সুদ দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অর্থাৎ সুদের হার সাময়িকভাবে কম করা হচ্ছে। 

আরও পড়ুন- মোদীর আচমকা লকডাউন অসংগঠিত শ্রেণির জন্য মৃত্যু ডেকে এনেছে: রাহুল গান্ধী

 

ইপিএফও-র শীর্ষ সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি  (সিবিটি)এই বিষয়ে ফের ডিসেম্বরে বৈঠকে বসবে৷ সেই সময়ই বাকি ০.৩৫ শতাংশ সুদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ চলতি বছর মার্চ মাসে ইপিএফও-তে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার৷ গত সাত বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে কম সুদের হার৷ এর আগের বছর সুদ ছিল ৮.৫৬ শতাংশ৷ ইপিএফও ভেবেছিল মার্চ মাসে ডিভিডেন্ড ও ইটিএফ বিক্রি করে ৩.৫ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা মিলবে। কিন্তু করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি৷ এখন নভেম্বর বা ডিসেম্বরে এগুলি বেচা হবে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *