বছরে ২ কোটিও চাকরি বিশ বাঁও জলে, সাড়ে ৮ লক্ষ শূন্যপদ পূরণেই নাকাল কেন্দ্র!

বছরে ২ কোটিও চাকরি বিশ বাঁও জলে, সাড়ে ৮ লক্ষ শূন্যপদ পূরণেই নাকাল কেন্দ্র!

42bc70526a7ac1bee78aa7392741bd2c

নয়াদিল্লি: ২০১৪ সালে লোকসভা ভোটের আগে প্রচারে ঝড় তুলে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতি বছর দেশে ২ কোটি চাকরির ব্যবস্থা করা হবে৷ এর পর সাত বছর কেটে গিয়েছে৷ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছেন তিনি৷ কিন্তু বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণে কোনও দিশাই দেখাতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। উল্টে সংসদে পেশ করেছে কর্মিবর্গ মন্ত্রকের তথ্যে বেড়েছে উদ্বেগ। 

আরও পড়ুন- হিজাব কাণ্ডের প্রতিবাদী মুখ আলিয়া পাচ্ছেন না কলেজ! চিন্তায় বাবা

তারা জানাচ্ছে, বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দফতরে সাড়ে ৮ লক্ষেরও বেশি পদ খালি পড়ে রয়েছে। রেল, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রকে শূন্যপদের সংখ্যা সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যানটি সংসদে তুলে ধরা হয়েছে। ডিপার্টমেন্ট অব এক্সপেন্ডিচারের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

সংসদে কর্মিবর্গ মন্ত্রকের তরফে মোট ৭৭টি মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দফতরের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, উক্ত ৭৭টি মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দফতরে মোট অনুমোদিত পদের সংখ্যা ৪০ লক্ষের কিছু বেশি। অথচ ২০২০ সালের ১ মার্চের পরিসংখ্যান অনুযায়ী এই সকল পদে মোট ৩১ লক্ষ ৩২ হাজার ৬৯৮ জন কর্মচারী রয়েছেন। অর্থাৎ শুধুমাত্র বিভিন্ন মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দফতরেই ৮ লক্ষ ৭২ হাজারের কিছু বেশি শূন্যপদ পড়ে রয়েছে। কেন্দ্রীয় সরকারের দফতরে এই বিপুল পরিমাণ শূন্যপদ কেন? প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন বিরোধীরা। তাঁদের দাবি, ভোটের আগে বিজেপি যে কর্মসংস্থানের প্রচার চালিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন৷  

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত রেলে মোট শূন্যপদের সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ২৯৫টি। প্রতিরক্ষা মন্ত্রকের প্রায় আড়াই লক্ষ পদ শূন্য রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকে শূন্যপদের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৮৪২টি।