নয়াদিল্লি: দম বন্ধ হয়ে যাচ্ছে! কার্যত এমনই মন্তব্য করে তৃণমূল কংগ্রেস দল ছেড়েছিলেন বর্ষিয়ান নেতা দীনেশ ত্রিবেদী। বাংলার বিধানসভা নির্বাচনের আগেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার সেই দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন সংঘটিত হতে চলেছে। এই নির্বাচনের জন্য ইতিমধ্যেই নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ জুলাই। ৯ অগাস্ট হবে ওই আসনে ভোটগ্রহণ।
এই মুহূর্তে বিধানসভার যে চিত্র সেখানে রাজ্যসভার সাংসদ কে হবেন তা হয়তো আগামী ২৯ জুলাই স্পষ্ট হয়ে যাবে। যাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন দেবে সেই হবে রাজ্যসভার সাংসদ। তবে অন্য কোনো যদি মনোনয়ন জমা পড়ে সেই ক্ষেত্রে আগামী ৯ অগাস্ট নির্বাচন হবে। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সমস্ত করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই নির্বাচন হবে এবং যারা ভোট দিতে আসবেন সেই সমস্ত বিধায়কদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। এর পাশাপাশি সামাজিক এবং পারস্পরিক দূরত্ব বজায় রেখে নির্বাচন সংঘটিত হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে তারা উপনির্বাচন এবং রাজ্যসভার নির্বাচন করতে প্রস্তুত। পরিসংখ্যান দিয়ে দেখানো হয়েছে যে রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি এখন আগের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণে। সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন আজ দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল।
আরও পড়ুন- পার্ক হোটেলের ছবি ফিরল হোটেল হিন্দুস্থানে, বিধি ভেঙে পার্টির মাঝেই আচমকা তল্লাশি
রাজ্যের বিধানসভা ভোটের মাস দেড়েক আগে রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করেছিলেন দীনেশ ত্রিবেদী। পদত্যাগ করার প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, দম বন্ধ হয়ে আসছে তাঁর, বাংলায় যে পরিমান হিংসা হচ্ছে তা দেখে তিনি ভারাক্রান্ত। চাইলেও তিনি কাজ করতে পারছেন না এবং মানুষের পাশে দাঁড়াতে পারছেন না। সংসদ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো বিস্ফোরণ ঘটান তিনি। বলেন, এখন দলের নেতা এমন যে রাজনীতির অ-আ-ক-খ জানে না।