পার্ক হোটেলের ছবি ফিরল হোটেল হিন্দুস্থানে, বিধি ভেঙে পার্টির মাঝেই আচমকা তল্লাশি

পার্ক হোটেলের ছবি ফিরল হোটেল হিন্দুস্থানে, বিধি ভেঙে পার্টির মাঝেই আচমকা তল্লাশি

কলকাতা:  পার্ক হোটের পর এবার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল। ফের বিধি ভেঙে হোটেলে জন্মদিনের পার্টি করার অভিযোগ উঠল৷ পার্টি চলার সময় আচমকা তল্লাশি চালায় আবগারি দফতরের অফিসাররা৷ এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে৷ হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে চাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ৷ এইচএইচআই-এর ম্যানেজারকেও তলব করা হয়েছে৷ 

আরও পড়ুন- কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টের পরিচয়ে গুচ্ছ ছবি পোস্ট, গ্রেফতার তরুণী

আবগারি দফতরের অফিসারদের দাবি, ১০ তারিখ রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা যখন পার্ক হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, সেই সময় হোটেল হিন্দুস্থানে পার্টি চলার খবর পান তাঁরা৷ হোটেলের চারতলায় চলছিল জন্মদিনের পার্টি৷ লকডাউনের বিধি লঙ্ঘন করে একসঙ্গে অনেকে জড়ো হয়েছিলেন সেখানে৷ খবর পেয়েই হোটেলে হানা দেন আবগারি দফতরের অফিসাররা৷

আবগারি সূত্রে খবর, অফিসাররা হোটেলে পৌঁছে যখন চার তলায় যান তখন ভিতর থেকে জোড় শব্দ আসছিল৷ বোঝা যাচ্ছিল পার্টি চলছে৷ কিন্তু অফিসারদের দেখেই সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়৷ অন্ধকার করে দেওয়ায় সেখান থেকে সকলে পালিয়ে যান৷ এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট আবগারি দফতরে জমা দেওয়া হয়েছে৷ এই রিপোর্টের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে৷ এবং আজ হোটেল হিন্দুস্থানের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে বলেও আবগারি দফতর সূত্রে খবর৷ চাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ৷

আরও পড়ুন- মুকুল-জায়ার শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত রাজীব, রাজনীতির অলিন্দে চড়ছে জল্পনার পারদ

এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অফিসাররা জানতে চান কতজন সেদিন পার্টিতে উপস্থিত ছিলেন৷ প্রথামিক ভাবে দাবি, লকডাউনের বিধি লঙ্ঘন করেই এই পার্টি চলছিল৷ তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি হোটেল কর্তৃপক্ষ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =