আইজল: মিজোরামের হানাথিয়াল জেলার মৌদারহে কাজ চলাকালীন এক পাথরের খনিতে ধস নামে সোমবার। সেই ঘটনায় ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। শেষ পাওয়া খবর অনুসারে, খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ৮ জনের। আরও কয়েকজনের মৃত্যু হতে পারে এমন আশঙ্কা। কারণ উদ্ধারকারীদের অনুমান, ধ্বংসস্তূপের নীচে তারা আটকে রয়েছেন এবং অনেকটা সময়ও পেরিয়ে গিয়েছে। তাই তাদের বাঁচার আশা ক্ষীণ।
আরও পড়ুন- অল্প বিনিয়োগেই দারুণ লাভ! দিশা দেখাচ্ছে আলোর এই ব্যবসা
যে সময় এই ঘটনা ঘটে সেই সময়ে ১৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। শ্রমিকের পাশাপাশি বেশ কিছু যন্ত্রও মাটির তলায় চাপা পড়ে গিয়েছে। রাজ্য সরকারের পাঠানো উদ্ধারকারী দল, স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে স্বেচ্ছাসেবকরা এসে উদ্ধার কাজে সাহায্য করছেন। এছাড়া বিএসএফ ও আসাম রাইফেলস থেকেও উদ্ধারকারী দল এসেছে। জানা গিয়েছে, প্রায় আড়াই বছর ধরে এই খাদান থেকে পাথর তোলার কাজ চলছে। এও খবর মিলেছে, যারা মারা গিয়েছেন তারা সকলেই বিহারের বাসিন্দা। সোমবার দুপুরে খাওয়ার পরে খাদানে নেমে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। তখনই ঘটে বিপত্তি।