Aajbikel

ফের ইডি'র অভিযান, কোটি টাকার পাশাপাশি বহুমূল্যের সোনা-হিরের গয়না উদ্ধার

 | 
টাকা

মুম্বই: বিগত এক বছরের মধ্যে কলকাতা থেকে বহু কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ উদ্ধারের ঘটনাও ঘটেছে। এবার একই রকম ঘটনা ঘটল মুম্বইয়ে। ফের এক অভিযান এবং ফের উদ্ধার কোটি কোটি টাকা। আর্থিক তছরুপের একটি মামলায় মুম্বই এবং নাগপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই উদ্ধারকাজ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

আরও পড়ুন- নওশাদ জেল থেকে ছাড়া পেতেই অনুব্রতর কায়দায় বিলি নকুলদানা! ফুরফুরায় উড়ল আবির

সূত্র মারফত জানা গিয়েছে, গত ৩ মার্চ মুম্বই এবং নাগপুরের ১৫টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই অভিযান থেকে নগদ ১ কোটি ২১ লক্ষ টাকা ছাড়াও উদ্ধার হয়েছে ৫ কোটি ৫১ লক্ষ টাকার সোনা এবং হীরের গয়না। এছাড়া বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই টাকা এবং গয়না উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের কথা মনে করিয়ে দেবে। তাঁর ফ্ল্যাট থেকেও কোটি কোটি টাকা, গয়না, নথি উদ্ধার করেছিল ইডি। দুই ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটির বেশি উদ্ধার হয়েছিল। 

তবে মুম্বইয়ে এই তল্লাশি অভিযান পঙ্কজ মেহাদিয়া, লোকেশ জৈন, কার্তিক জৈন নামে ৩ ব্যক্তির বাড়ি এবং অফিসে করা হয়। কেন্দ্রীয় সংস্থা ইডি'র দাবি, আর্থিক কেলেঙ্কারিতে ওই ৩ ব্যক্তি অন্যতম প্রধান অভিযুক্ত। একটি ভুয়ো স্কিম বানিয়ে বিনিয়োগকারীদের তাঁরা ঠকাতেন বলে অভিযোগ। ভিন্ন ভিন্ন মানুষের থেকে লক্ষ, কোটি টাকা করে নেওয়া হত।  

Around The Web

Trending News

You May like