নয়াদিল্লি: গরু পাচার মামলায় কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারি। ইডি হেফাজতে আসার দিন থেকেই তিনি কার্যত ভেঙে পড়েছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাকে একাধিক বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল কোথায় কোথায় পাচারের বেআইনি টাকা লাগাতেন তা খানিক সন্ধান ইডি তাঁর থেকেই পেয়েছে। এবার সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের ১৬ কোটির ফিক্সড ডিপোজিটের টাকা কোথা থেকে এল তা ইডিকে জানিয়েছেন মণীশ।
আরও পড়ুন- নিয়োগকর্তা নন, আদালতে দাবি পার্থর, দুর্নীতির দায় নিজের ঘাড়ে নিলেন না
কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন যে, গরু পাচারের কালো টাকাতেই সুকন্যার ১৬ কোটির ফিক্সট ডিপোজিট হয়েছে। অন্তত এমনটাই তাদের জানিয়েছেন ধৃত মণীশ কোঠারি। ইডি সূত্রে দাবি, অনুব্রতর নির্দেশেই বিভিন্ন জায়গায় লগ্নি করতেন তিনি। আর গরু পাচারের টাকা ব্যবহার করেই মেয়ের জন্য এত কোটি টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন তৃণমূল নেতা। আগেই জানা গিয়েছিল, শুধু অনুব্রত নন, তাঁর মেয়ে সুকন্যার একাধিক সংস্থার হিসেব দেখতেন মণীশ কোঠারি। তবে তাঁর নিজের দাবি, তিনি শুধু পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নির্দেশ কার্যকর করেছেন। গরু পাচারে তিনি কোনও ভাবেই জড়িত নন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”দেখুন, দুর্নীতির কারবারিরা কে কত টাকার সম্পত্তির মালিক? Property details of job scam accused persons” width=”560″>
এতদিনে অনুব্রত মণ্ডলের টাকা নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। কালো টাকা সাদা করায় সবথেকে বড় নামটা এই মণীশ কোঠারির। ইডি ইতিমধ্যেই দাবি করেছে, কালো টাকা সাদা করার জন্য অনুব্রত টাকা ঢেলেছিলেন আইপিএলেও। মণীশ কোঠারির ‘পরামর্শেই’ নাকি এই কাজ করেছিলেন তৃণমূলের দাপুটে নেতা৷ তাঁকে বুঝিয়েছিলেন, আইপিএল-এ কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়৷ সেখানে কালো টাকা ঢাললে, সহজে ধরা পড়বে না৷ এছাড়া এও জানা গিয়েছে, বাজার দরের চেয়ে বেশি দামে সম্পত্তি বা জিনিসপত্র কেনার ‘পরামর্শও’ দিয়েছিলেন মণীশ।