নিয়োগকর্তা নন, আদালতে দাবি পার্থর, দুর্নীতির দায় নিজের ঘাড়ে নিলেন না

নিয়োগকর্তা নন, আদালতে দাবি পার্থর, দুর্নীতির দায় নিজের ঘাড়ে নিলেন না

কলকাতা: ইডি তাঁকে গ্রেফতার করার পর থেকে এখনও পর্যন্ত মূলত একই দাবি করে আসছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে তিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। বৃহস্পতিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবারও একই দাবি করলেন তিনি। এদিনও তাঁর স্পষ্ট বক্তব্য, তিনি নিয়োগ কর্তা ছিলেন না, নন। এমনকি এই ধরনের কাজকে তিনি সমর্থন করেন না বলেও দাবি করেছেন আদালতে। তবে এখনও পর্যন্ত জামিন মেলেনি তাঁর। 

আরও পড়ুন- গুমোট গরম কাটবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে, ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

হেফাজত শেষে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সহ ১৩ জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আনা হয়েছিল। সেখানেই পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নিয়ে এই দাবিই করেছেন। এক কথায়, নিয়োগ দুর্নীতির দায় তিনি নিজের ঘাড়ে রাখতে চাইছেন না কোনও ভাবেই। যদিও আদালতে এইসব বলে কোনও লাভ হয়নি। আগামী ২৩ মার্চ ফের পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩ জনকে আদালতে পেশ করার নির্দেশ এসেছে। এর আগের এক মামলার শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি ছিল, স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মতো স্বশাসিত সংস্থা নিজেদের নিয়মে চলে। এদিনও সেই একই দাবি করেছেন তিনি।