নয়াদিল্লি: রাজধানীর রাজপথে বাজল ঢাক, হল চণ্ডীপাঠ৷ ৭৪ তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে দুর্গামণ্ডপের আদলে ট্যাবলো গড়ে নজর কাড়ল বাংলা৷
আরও পড়ুন- ‘পাঠান’ বিরোধী বিতর্কিত স্লোগান বজরং দলের, মধ্যপ্রদেশে সংঘর্ষের পরিস্থিতি
গতবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ঠাঁই হয়নি বাংলার৷ তবে এবছর ধরা দিল বিশেষ ভাবে৷ বৃহস্পতিবার দিল্লির ‘কর্তব্য পথ’-এ কুচকাওয়াজে অংশ নেয় বাংলার ট্যাবলো৷ দুর্গামণ্ডপের আদলে সাজানো সেই ট্যাবলোয় দেবী দুর্গার সঙ্গে ছিল লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ৷ আটপৌরে শাড়িতে ট্যাবলোয় দাঁড়িয়ে ঢাক বাজালেন মহিলারা। শুধু তাই নয়, হল ধুনুচি নাচও৷ ট্যাবলোয় থাকা মহিলাদের পরনে ছিল বাংলার ঐতিহ্যবাহী সাদা ও লাল পাড়ের শাড়ি।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর মাসে বাংলার দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তকমা দেয় ইউনেস্কো৷ মূলত সেই দুর্গাপুজোকে থিম করেই তৈরি হয়েছে বাংলার ট্যাবলো৷ যার পোশাকি নাম ‘দুর্গা ও নারী ক্ষমতায়ন’। কুচকাওয়াজে জায়গা পেয়েই নজর কাড়ল বাংলার সেই ট্যাবলো। মা দুর্গাকে নারী ক্ষমতায়নের প্রতীকী বলে তুলে ধরল রাজ্য সরকার।
গত বছর ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করা হয়েছিল দুর্গাপুজোর কার্নিভ্যালে৷ এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও মা দুর্গাকে নারী ক্ষমতায়নের প্রতীকী বলে তুলে ধরল রাজ্য সরকার। শীতের আমেজে দিল্লির আকাশে লাগল শরতের ছোঁয়া৷
এবছর প্রথম দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্রের বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে শক্তি প্রদর্শন করল তিন সেনা। তিন সেনার অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷
বাংলার পাশাপাশি এবারের সাধারণতন্ত্র দিবসে বিভিন্ন রাজ্যের ট্যাবলোগুলির মধ্যে নজর কেড়েছে উত্তরপ্রদেশ। বিজেপি শাসিত এই রাজ্যের ট্যাবলোয় তুলে ধরা হয় অযোধ্যার দীপোৎসব। এছাড়াও ভাগবত গীতার আদলে ট্যাবলো তৈরি করে নজর কাড়ে হরিয়ানা। কর্নাটকের ট্যাবলোয় ছিল রাজ্যের তিন ব্যতিক্রমী মহিলার সাফল্যের কাহিনি।
The colourful tableaux of West Bengal, Maharashtra and Tamil Nadu at the Republic Day parade pic.twitter.com/8xeN90Hrmt
— ANI (@ANI) January 26, 2023
গত বছর নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনীর উপর ভিত্তি করে ট্যাবলো সাজিয়েছিল বাংলা। কিন্তু সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্র। এই ঘটনায় উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>