জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণে মিলল জঙ্গি যোগ

জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণে মিলল জঙ্গি যোগ

শ্রীনগর: জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণে মিলল জঙ্গি যোগ৷ জম্মু কাশ্মীরের ডিজিপিকে উদ্ধৃত করে খবর সংবাদ সংস্থা পিটিআই-এর৷ জঙ্গি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং-ও। জম্মু এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হল৷ জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ড্রোনের মাধ্যমে জন বসতি পূর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল৷ এদিন বায়ুসেনার বিমান ও এয়ার ট্রাফিক সিন্যালই মূল টার্গেট ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷  আপাতত নিরাপত্তার চাদরে জম্মু শহর৷

আরও পড়ুন- এয়ার ফোর্স স্টেশনে ড্রোন হামালা, জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু

পাঁচ মিনিটের ব্যবধানে জম্মু এয়ারফোর্স স্টেশনে জোড়া বিস্ফোরণ ঘটে৷ এয়ার পোর্স স্টেশনের টেকনিক্যাল এরিয়ায় ঘটে এই বিস্ফোরণ৷ এই ঘটনায় দু’জন জখম হয়েছেন৷ জানা গিয়েছে, রাত ১টা ২৭ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে৷ দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে রাত ১টা ৩২ মিনিটে৷ বিস্ফোরণের জেরে এয়ার ট্রাফিক সিগন্যাল বিল্ডিংয়ের পাশের বাড়ির একটি ছাদ ভেঙে পড়েছে৷ অপর বিস্ফোরণটি ঘটানো হয়েছে খোলা জায়গায়৷ ২টি ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় বলে সূত্রের খবর৷ তবে কোথা থেকে ও কী ভাবে এই ড্রোন পরিচালনা করছিল তা এখনও জানা যায়নি৷ এদিন সকালে সহকারী বায়ুসেনা প্রধান এইচএস আরোরার সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ বর্তমানে লাদাখ সফরে গিয়েছেন রাজনাথ৷ পাশাপাশি আজই জম্মু যাচ্ছেন এয়ার মার্শাল বিক্রম সিং৷ জম্মুর এয়ারফোর্স স্টেশনে গিয়ে ঘটনার পুরো রিপোর্ট নেবেন তিনি৷  

আরও পড়ুন- বদলাতে চলেছে ট্রেনের টিকিট কাটার নিয়ম, লাগতে পারে এই সকল নথি

প্রসঙ্গত, জম্মু বিমানবন্দরের রানওয়ে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা পুরোপুরি বায়ুসেনার অধীনে। এখানে যেমন যাত্রীবাহী বিমান ওঠানামা করে, তেমনই বায়ুসেনার বিমানও থাকে। বায়ুসেনা প্রধান এমএম নারাভানে তিন দিনের লাদাখ সফর শুরুর ঠিক আগে এই বিস্ফোরণটি ঘটল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =