দায়িত্ব নতুন সৈনিকের কাঁধে, কোভিড পরিস্থিতির মধ্যেই ইস্তফা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

দায়িত্ব নতুন সৈনিকের কাঁধে, কোভিড পরিস্থিতির মধ্যেই ইস্তফা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

নয়াদিল্লি: ঢেলে সাজছে মোদীর মন্ত্রিসভা৷ ইস্তফা দিচ্ছেন একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী৷ সেই জোয়ারেই এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন৷ করোনা পরিস্থিতির মধ্যেই নতুনকে জায়গা দিতে পদ ছাড়লেন তিনি৷ 

আরও পড়ুন- দেবশ্রীর পরেই পদত্যাগ বাবুলের! ‘নির্দেশ দেওয়া হয়’, জানালেন তিনি

প্রসঙ্গত, ইতিমধ্যেই বাংলা থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি৷ ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল৷ এবার সরলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীও৷ যদিও করোনা পরিস্থিতিতে তাঁর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন  উঠেছে৷ করোনার প্রথম ঢেউ চলে যাওয়ার পরেই তিনি বলেছিলেন, দেশ থেকে বিদায় নিয়েছে করোনা৷ কিন্তু এর পরেই কার্যত তাণ্ডব চালায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ৷ যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে৷ দেশে প্রকট হয়ে ওঠে স্বাস্থ্য ব্যববস্থার বেহাল দশা৷ বহু বছর পর বিদেশের কাছে সাহায্যের হাত পাততে হয় ভারতকে৷ বিদেশি ত্রাণে পরিস্থিতি সামাল দেওয়া হয়৷ পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছিল যে, একটা সময় দৈনিক ৪ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ উত্তর প্রদেশে নদীতে ভাসানো হয়েছে করোনা আক্রান্ত রোগীদের মৃতদেহ৷ কোথাও আবার জ্বলেছে গণচিতা৷ দেশজুড়ে দেখা দিয়েছে টিকার হাহাকার৷ এই অবস্থায় সমালোচনার মুখে পড়তে মোদী সরকারকে৷ এই পরিস্থিতিতে ডঃ হর্ষবর্ধনকে সরিয়ে নতুন কারও হাতে দায়িত্ব সঁপতে চাইছিল কেন্দ্র৷ 

আরও পড়ুন- পদত্যাগ পোখরিয়াল ও গাঙ্গওয়ারের! কৌতুহল বাড়ালেন বাংলার দেবশ্রী

কিন্তু অনেকেই বলছেন, করোনার এই কঠিন পরিস্থিতিতে মন্ত্রী বদলে হিতে বিপরীতও হতে পারে৷ নতুন যিনি দায়িত্ব নেবেন, তিনি যদি পরিস্থিতি সামাল দিতে না পারেন৷ আর যাই হোক, বিষয়টির সঙ্গে ওয়াকিবহাল ছিলেন হর্ষবর্ধন৷   নিজে চিকিৎসক হওয়ায় অনেকটাই বুঝতেন বিষয়টি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =