নয়াদিল্লি: আজ সন্ধের মধ্যেই নতুন সৈনিকদের নাম ঘোষণা করে নতুন রণকৌশল তৈরি করে ফেলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সম্প্রসারিত মন্ত্রিসভায় একাধিক নতুন নাম পাওয়া যাবে বলে আগে থেকেই জল্পনা। সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে কয়েক জন মন্ত্রীর পদত্যাগ। জানা গিয়েছে, ইতিমধ্যেই পদত্যাগ করেছেন শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার। সরছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কও। জানা গিয়েছে, তিনি শারীরিক অসুস্থতার কারণে সরলেন। তবে জল্পনা বাড়ছে বাংলার সাংসদ, প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে নিয়ে। কারণ সুত্রের খবর, তিনি পদত্যাগ করেছেন। দলীয় সংগঠনে আরও বেশি করে তাঁকে কাজে লাগানো হতে পারে বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
আগেই জানা গিয়েছিল যে, মোদীর নয়া টিমে উঠে আসতে চলেছে একাধিক নতুন মুখ৷ সেই টিমে থাকবে তারুণ্যের ছোঁয়া৷ যাঁরা নতুন দলের সদস্য হবেন, তাঁরা ইতিমধ্যেই দিল্লির দরবারে হাজিরা দিয়েছেন৷ বাংলা থেকেও একাধিক সাংসদকে মন্ত্রী করা হতে পারে বলে জোড় জল্পনা৷ জল্পনা রয়েছে আরও কিছু হেভিওয়েট নেতাকে নিয়েও৷ সম্প্রসারিত মন্ত্রিসভার তালিকায় ইতিমধ্যেই যাদের নাম জানা গিয়েছে তাঁরা হলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোওয়াল, ভূপেন্দর যাদব, অনুরাগ ঠাকুর, মীনাক্ষী লেখি। এদিকে, বাংলা থেকে কৌতুহল বাড়ছে শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিককে নিয়ে। নিশীথ-শান্তনু ছাড়াও জল্পনা রয়েছে লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকারকে নিয়েও৷ আজ বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে নতুন নাম ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন- কুণালের সঙ্গে ছবি! দিলীপ ঘোষকে তুলোধোনা BJP কর্মীর
সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সুত্রে জানা গিয়েছে যে, এই রদবদলে প্রায় দেড় ড’জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশই মনে করছে যে, আগামী বছর রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তাই রদবদলের ক্ষেত্রেও গো বলয়ের সবচেয়ে বড় রাজ্য অবশ্যই বেশি গুরুত্ব পাবে। উত্তরপ্রদেশ থেকে তালিকায় রয়েছেন, কানপুরের সাংসদ সত্যদেও পচৌরি, প্রয়াগরাজের রীতা বহুগুণা জোশী, বস্তির হরিশ দ্বিবেদী এবং ইটাওয়ার রামশঙ্কর কঠেরিয়া। আগামী বছর আবার বিধানসভা ভোট রয়েছে মণিপুরে। তাই বিজেপি সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ এ বার কেন্দ্রে মন্ত্রী হতে পারেন বলেও জল্পনা তুঙ্গে।