ধামড়ায় যশের ধ্বংসলীলা, জলের তলায় গ্রামের পর গ্রাম

ধামড়ায় যশের ধ্বংসলীলা, জলের তলায় গ্রামের পর গ্রাম

বালেশ্বর:  ওডিশার ধামড়ায় ঘূর্ণিঝড় যশের তাণ্ডব৷ মাইলের পর গ্রাম জলে ভেসে গিয়েছে৷ ঘর বাড়ি কার্যত জলের তলায়৷ সঙ্গে ঝোড়ো হাওয়ার তাণ্ডব৷ প্রবল বৃষ্টির জেরে মাঠ বদলে গেল সমুদ্রে৷  উড়ে গেল গোটা গাছ৷ 

আরও পড়ুন- যশের দাপটে লন্ডভন্ড বঙ্গ উপকূল, মন্দারমণিতে উড়ল রিসর্টের চাল, জলের তলায় দীঘা

পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে জলে ভাসছে গবাদি পশু৷ রাস্তায় কোনও ভাবে দাঁড়িয়ে থাকার উপায় নেই৷ রাস্তার দু’ধারে শুধুই জল আর জল৷ সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হয় ঝড়ের তাণ্ডব৷ ল্যান্ডফল হওয়ার ৩ ঘণ্টা কেটে যাওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি৷ 

ল্যান্ডফল হয়ে গেলেও, আরও কিছুক্ষণ ঝড় ও বৃষ্টির দাপট চলবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, এটি এখনও অতিপ্রবল ঘূর্ণিঝড় আছে৷ ৯ ঘণ্টা পর ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ ২৭ মে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে৷ 

যশ আসার আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন৷ কিন্তু তা সত্বেও বহু জায়গায় ঘর ছাড়া মানুষ৷ সন্তানদের মাথায় নিয়ে জীবন রক্ষার তাগিদ৷ গ্রামের পর গ্রাম চলে গিয়েছে দলের তলায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =