নিশীথের নাম না করেই আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের, অশান্তি লোকসভাতেও

নিশীথের নাম না করেই আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের, অশান্তি লোকসভাতেও

নয়াদিল্লি:  অধিবেশনের প্রথম দিনেই উত্তাল লোকসভা৷ বিরোধীদের হই-হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়৷ এর পরেই ভর্চুয়ালি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, আজ সকালে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ দেখিয়েছে তৃণমূল সাংসদরা৷ তাঁরা সকলে সাইকেলে চেপে সংসদে গিয়েছেন৷ এছাড়াও লোকসভায় তৃণমূল পাঁচটি ইস্যু তুলে ধরতে চাইছে৷ যদিও এদিন কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি বলে জানান ডেরেক৷ প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে পরিচয় করানোর উদ্যোগ নিতেই শুরু হয় হইচই৷ 

আরও পড়ুন- ‘দাদা ও দাদা, তেলা হবে?’ মমতার দিল্লি সফরের আগে ব্যঙ্গচিত্রে মোদীকে খোঁচা দ্বিগ্বিজয়ের

ডেরেক জানান, তৃণমূলের যে পাঁচটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে নোটিশ দিয়েছে, সেগুলি হল- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কৃষি আইন, কোভিড ভ্যাকসিন, অর্থনৈতিক পরিস্থিতি ও পিএমল্যাড ফান্ড৷ তবে নোটিশ দিলেও আজ কোনও আলোচনা হয়নি৷ সরকার আলোচনা থেকে পালাচ্ছে বলে তাঁর অভিযোগ৷  তিনি বলেন, আজ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রিসভার নতুন সদস্যদের সঙ্গে নরেন্দ্র মোদী পরিচয় করানোর উদ্যোগ নিলে দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য সদস্যরা প্রতিবাদ জানায়৷ কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে একজন শপথ নিয়েছেন৷ তিনি ভারতের নাগরিক নন৷ তিনি বাংলাদেশের নাগরিক৷ এই নিয়ে অসমের সাংসদও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন৷ উনি ভারতের নাগরিক হলে আমাদের কোনও সমস্যা ছিল না৷ প্রসঙ্গত, রাজ্যসভাতেও নতুন মন্ত্রীদের সঙ্গে পরিচয় করাতে পারেননি প্রধানমন্ত্রী৷  নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে বিজেপি৷

আরও পড়ুন- দৈনিক মৃত্যু পাঁচশোর নিচে, একদিনে দেশে সুস্থ ৩৮ হাজারেরও বেশি

ডেরেক আরও বলেন, গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমি সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধিত্ব করেছিলাম৷ ওই বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, সংসদের বাইরে কোভিড নিয়ে আমরা কোনও প্রেজেন্টেশন চাই না৷ এই বিষয়ে আলোচনা করতে হবে সংসদে৷ আমরা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লোকসভা ও রাজ্যসভায় আলোচনা চাই৷ অথচ মূল বিষয়গুলি নিয়ে আলোচনা চায় না সরকার৷

এছাড়াও তিনি জানান, এবার দিল্লিতেও ২১ জুলাই পালন করা হবে৷ জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ৷ ওই দিন অন্যান্য বিরোধীদলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে৷ ফোন ট্যাপিং-এর বিষয়টিও লোকসভা ও রাজ্যসভায় তুলে ধরা হবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 5 =