Aajbikel

‘দাদা ও দাদা, তেলা হবে?’ মমতার দিল্লি সফরের আগে ব্যঙ্গচিত্রে মোদীকে খোঁচা দ্বিগ্বিজয়ের

 | 
digvijay

নয়াদিল্লি:  বিধানসভায় বিপুল জয়ের পর এই প্রথম দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দিল্লি সফর নিয়ে ইতিমধ্যেই উষ্ণ হাওয়া বইতে শুরু করেছে জাতীয় রাজনীতির অলিন্দে৷ এবার মমতার দিল্লি সফর নিয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ দ্বিগ্বিজয় সিং৷ মোদীকে খোঁচা দিয়ে তিনি লেখেন, ‘দাদা ও ...দাদা, তেলা হবে?’’

আরও পড়ুন- নয়া মন্ত্রীদের পরিচয় দিতেই হুল্লোড়, মহিলা-দলিতদের চান না অনেকেই, পাল্টা তোপ মোদীর


প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ সংসদে এই ইস্যুতে ঝাঁপানোর জন্য প্রস্তুত দলীয় সাংসদরা৷ এরই মধ্যে সোমবার একটি টুইট করে ব্যঙ্গচিত্র প্রকাশ করেন দ্বিগ্বিজয় সিং৷ উপরে লেখা ‘দিল্লি পৌঁছলেন মমতা৷’ নীচে লেখা মোদীর উদ্দেশ্যে মমতার বাক্যবাণ, ‘‘ দাদা ও ... দাদা, তেলা হবে?’’ সেই সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা লিখেছেন, এবার দিদির পালা৷ 




প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে প্রায় প্রতিটি জনসভা থেকে দিদিকে সুরেলা আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর ‘দিদি ও দিদি’ হয়ে উঠেছিল ইউএসপি৷ বলতেন দিদি ও দিদি খেলা হবে? তাঁর বদলে দ্বিগ্বিজয় লেখেন ‘তেলা হবে?’  

সোমবার থেকে শুরু হয়েছে সংসদে বাদল অধিবেশন৷ তবে এর আগে থেকেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সুর চড়াতে শুরু করে তৃণমূল৷ মোদী সরকারকে তুলোধোমা করতে কোমর বেঁধে তৈরি দলের সাংসদরা৷  সোমবার সকালে সাইকেলে চেপে সংসদে পৌঁছন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য তৃণমূল সাংসদরা। সেই সঙ্গে স্লোগান সাউটিংও করেন৷ যদিও তাঁদের সংসদের দরজায় আটকে দেওয়া হয়। 
 

Around The Web

Trending News

You May like