পুরোহিতকে পুড়িয়ে খুন, ভিন্নধর্মের মেয়ের সঙ্গে প্রেমের জেরে ছাত্রকে পিটিয়ে হত্যা

পুরোহিতকে পুড়িয়ে খুন, ভিন্নধর্মের মেয়ের সঙ্গে প্রেমের জেরে ছাত্রকে পিটিয়ে হত্যা

জয়পুর ও নয়াদিল্লি: জমি বিবাদের জেরে রাজস্থানের করৌলিতে পুরোহিতকে পুড়িয়ে মারার ঘটনায় থমথমে গোটা এলাকা৷ মন্দিরের জমি দখলের চেষ্টায় গত বুধবার বছর ৫৫-র এক পুরোহিতের উপর হামলা চালায় পাঁচ দুষ্কৃতি৷ মৃত্যুর আগে বাবু লাল বৈষ্ণবের দেওয়া বয়ানের ভিত্তিতে শুক্রবার প্রধান অভিযুক্ত কৈলাশ মীনাকে গ্রেফতার করেছে পুলিশ৷

আরও পড়ুন- শত্রুপক্ষের চিন্তা বাড়িয়ে প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সফল উৎক্ষেপণ

এই ঘটনার পর পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে খুনে চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছিল৷ কিন্তু বাবু লাল বৈষ্ণবের মৃত্যুর পর তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ৷ গোটা ঘটনার তদন্তভার হাতে নিয়েছেন পুলিশ সুপার৷ বাকি অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ ময়নাতদন্তের পর ওই পুরোহিতের দেহ বুকনা গ্রামে নিয়ে আসা হয়৷ এদিকে উপযুক্ত আর্থিক সাহায্য ও সমস্ত দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শেষকৃত্য নয়, অনড় পুরোহিতের পরিবার। দাবি পূরণ না হলে মৃতদেহ নিয়ে জয়পুর পর্যন্ত মিছিলের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা৷  

ইতিমধ্যে রাজস্থানের এই ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠৌর দাবি করেছেন, রাজস্থানে কংগ্রেস সরকারের কুশাসন চলছে। তিনি বলেন, কেন রাহুল গান্ধী রাজস্থানে যাচ্ছেন না৷ একই প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সাংসদ ও প্রাক্তন মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর কটাক্ষ করে বলেন, ‘‘ফাইভ স্টারে বসে থাকলে রাজ্যপাট চলবে কি করে৷’’ 

আরও পড়ুন- অভূতপূর্ব! ‘উরি’ ছবির সংলাপ বলে দায়িত্ববোধের কথা স্মরণ করলেন ভারতীয় বায়ুসেনার জওয়ানরা

অন্যদিকে এক ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় উত্তাল পশ্চিম দিল্লির আদর্শ নগর৷ ভিন্ন ধর্মের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরেই এই খুন বলে জানা গিয়েছে৷ মৃতের নাম রাহুল রাজপুত৷ তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এদের মধ্যে  তিনজনের পরিচয় জানা গিয়েছে। তাদের নাম মানোয়ার হুসেন, মোহম্মদ আফরোজ ও সরফরাজ। 

বর্ষীয়ান পুলিশ অফিসার বিজয়ান্ত আর্য বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে দিল্লির জাহাঙ্গিরপুরীর বাসিন্দা রাহুলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল৷ তাঁদের সম্পর্কের বিরুদ্ধে ছিল ওই মেয়েটির পরিবার৷ ওই মেয়েটির ভাই ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে রাহুলের উপর হামলা চালায়৷ গুরুতর আহত হয়েই মৃত্যু হয় তাঁর৷’’ জানা গিয়েছে, ৮ থেকে ১০ জন মিলে এদিন রাহুলের উপর হামলা করে৷ আশেপাশের কিছু লোক রাহুলকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =