নয়াদিল্লি: নাম রুদ্রাম ১। এটি ভারতের প্রথম অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র। আজ তার সফল উৎক্ষেপণ হল। শত্রুপক্ষের রেডার বা নজরদারি চালানোর বিভিন্ন সিস্টেম এক পলকেই নষ্ট করতে সক্ষম এই মিসাইল৷ সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা সম্ভব ভারতের প্রথম এই অ্যান্টি রেডিয়েশন মিসাইল৷
আদ্যপ্রান্ত ভারতে তৈরি এই মিসাইল, প্রস্তুত করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এদিন ওড়িশার বালাসোর উপকূল থেকে এই মিসাইলের সফল উৎক্ষেপণ হয়। এই সাফল্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, আজকের এই ঘটনা দেশকে আরো একধাপ সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেল। ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রেও এ এক বিরাট সাফল্য। শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করার ক্ষমতা এখন ভারতের হাতে।
মূলত, এই মিসাইলটি বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলির রেডিয়েশনের উৎসগুলিকে ট্র্যাক করে। তবে কেবলমাত্র নিক্ষেপের আগে নয়, যুদ্ধবিমান থেকে এই মিসাইল নিক্ষেপ করার পরেও এটি নিজের টার্গেট লক করতে পারে। এর আক্ষরিক অর্থ এই, শত্রুপক্ষ যদি ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ হওয়ার পরেও নিজেদের রেডার বন্ধ করে দেয়, তা হলেও এটি কোন রকম সমস্যা ছাড়াই তাতে আঘাত আনতে পারবে।
The New Generation Anti-Radiation Missile (Rudram-1) which is India’s first indigenous anti-radiation missile developed by @DRDO_India for Indian Air Force was tested successfully today at ITR,Balasore. Congratulations to DRDO & other stakeholders for this remarkable achievement.
— Rajnath Singh (@rajnathsingh) October 9, 2020
তবে এই মিসাইলের রেঞ্জ কেমন হবে তা নির্ধারিত হবে বায়ুসেনার বিমান কত উচ্চতায় রয়েছে তার ওপর। ৫০০ মিটার থেকে ১৫ কিলো মিটার রেঞ্জের উচ্চতা থেকে এই মিসাইল নিক্ষেপ করা সম্ভব। মোটামুটি ২৫০ কিলোমিটার এলাকার মধ্যে থাকা টার্গেটকে ধ্বংস করতে পারবে এই মিসাইল। ভারতের এই মিসাইলের সকল উৎক্ষেপণের প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ডিআরডিও টিমকে। তিনি বলেন, ‘‘এই নতুন প্রজন্মের অ্যান্টি রেডিয়েশন মিসাইল, রুদ্রাম-১, আজ সফলভাবে নিক্ষেপ করা সম্ভব হয়েছে। দেশের জন্য এ এক বিশাল বড় ব্যাপার, বিরাট সাফল্য৷’’