দীপাবলিতে মোহময়ী অযোধ্যা, লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দ্বীপোৎসবের সূচনা

দীপাবলিতে মোহময়ী অযোধ্যা, লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দ্বীপোৎসবের সূচনা

অযোধ্যা: দীপাবলিতে মোহময়ী অযোধ্যা৷ অনবদ্য লেজার লাইটে মোহময়ী রাম রাজ্য৷ বুধবার প্রদীপের আলোতে সেজে উঠল সরযূ নদীর পাড়৷ গতকাল রাত থেকেই অযোধ্যা জুড়ে উৎসবের রং৷ দীপাবলি ২০২১ উদযাপনের শুরুতেই রাজ্যবাসীকে শুভেচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই উৎসবের পোশাকি নাম ‘দ্বীপোৎসব’৷ 

আরও পড়ুন- কাল থেকেই কমছে পেট্রোল-ডিজেলের দাম! দীপাবলী উপহার কেন্দ্রের

 

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ তার আগে দ্বীপোৎসবের পঞ্চম বর্ষ পালন করতে ৯ লক্ষ দ্বীপ জ্বালিয়ে উদযাপন করা হবে৷ এই উপলক্ষে ৫০০টি ড্রোন আকাশ থেকে রামায়ণের নানা ছবি প্রদর্শন করবে৷ দীপাবলি এই উদযাপনে ৭ লক্ষ ৫১ হাজার দ্বীপ একসঙ্গে জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশের একটি প্রচেষ্টার কথা ভেবেছে প্রশাসন। তাই তারা কোনও রকম ঝুঁকি না নিয়েই একসঙ্গে ৯ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে আগ্রহী।  

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়ে দিয়েছিলেন গত বছরের রেকর্ড ভেঙে এই বছর নয়া রেকর্ড গড়া হবে৷ এই উপলক্ষে ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে রাজ্যে। তারমধ্যে ৯ লক্ষ প্রদীপ জ্বলবে সরযূর পাড়ে৷ উল্লেখ্য, আগের বছর দ্বীপোৎসবে ৬ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়েছিল যোগী সরকার। গড়েছিল বিশ্বে রেকর্ড৷ আগামী ৫ নভেম্বরের পর্যন্ত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার থেকে একটি দল রামলীলা নাটক পরিবেশনের করবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *