নয়াদিল্লি: উৎসবের আবহেই বড়োসড়ো ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষকে বড় স্বস্তি দিয়ে ঘোষণা করা হল যে পেট্রোল এবং ডিজেলের দাম কমছে। আগামীকাল থেকেই নতুন নিয়ম কার্যকর হবে এবং কম হবে জ্বালানির দাম। পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি আবগারি শুল্ক যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা কমানো হয়েছে।
On eve of #Diwali, Government of India announces excise duty reduction on petrol and diesel. Excise duty on Petrol and Diesel to be reduced by Rs 5 and Rs 10 respectively from tomorrow pic.twitter.com/peYP1fA4gO
— ANI (@ANI) November 3, 2021
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ জানানো হয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেট্রোল এবং ডিজেলের আবগারি শুল্ক কমানো হবে। দেশের গরীব এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের চাপ কমানোর লক্ষ্যে সরকারের এবং সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রক আরো বলছে, বিগত কয়েক মাস ধরে জ্বালানির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, আন্তর্জাতিক ক্ষেত্রেও এর প্রভাব বাড়ছিল। তবে ভারত সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে জ্বালানির আবগারি শুল্ক কমিয়ে দেশের মানুষের চাপ কিছুটা কমানোর চেষ্টা করবে।
To give a further fillip to the economy, Govt of India has decided to significantly reduce excise duty on diesel & petrol. The reduction will also boost consumption & keep inflation low, thus helping the poor & middle classes: Ministry of Finance
— ANI (@ANI) November 3, 2021