করোনা টিকা নিলেন দলাই লামা, উৎসাহিত করলেন সকলকে

করোনা টিকা নিলেন দলাই লামা, উৎসাহিত করলেন সকলকে

 

ধর্মশালা: করোনা ভাইরাস টিকাকরণ শুরু হয়ে গিয়েছে জানুয়ারি মাস থেকেই। প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে টিকা নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার টিকা নিলেন দলাই লামা। একই সঙ্গে, দেশের সকল মানুষকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করলেন তিনি। বললেন, সকলের যেন এই টিকা নেওয়ার উৎসাহ থাকে। সকলে যেন টিকা নেন। 

জানা গিয়েছে, দলাই মালার টিকাকরণের জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিল ধর্মশালার সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। সেই প্রেক্ষিতে তাঁর টিকাকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে শুধু দলাই লামা নন, দলাই লামা-সহ তাঁর পারিপার্শ্বিক ব্যক্তিদের করোনা টিকা দেওয়ার আবেদন জানিয়েছিল সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। সেই মতো করোনা টিকা পেলেন দলাই লামা সহ বাকিরা। এদিন সকালেই হিমাচল প্রদেশের ধর্মশালার হাসপাতালে টিকা নিয়েছেন চতুর্শ দলাই লামা। কেন্দ্রের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফায় এমনিতেই ৫০ বছরের ঊদ্ধে যারা রয়েছেন তারা টিকা পাচ্ছেন। সেক্ষেত্রে দলাই লামাও টিকা পেতেন। তবে আগেই আবেদন জানান হয়েছিল তাঁর টিকাকরণের জন্য। 

আরও পড়ুন: হারের ভয় ঐতিহাসিক ‘লং জাম্প’ মেরেছেন মমতা! চরম কটাক্ষ দিলীপের

উল্লেখ্য, গত ২ মার্চ কেন্দ্র সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল দেশের সমস্ত বেসরকারি হাসপাতাল তথা স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে এবার শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া। হাসপাতালগুলি স্বতন্ত্র উদ্যোগে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে। এমনকি কেন্দ্রের তরফে করোনা টিকার জন্য মূল্যও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের প্রতি ডোজ বাবদ ৫০০ টাকা দিতে হবে গ্রাহকদের। তবে পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে এখনও বিনামূল্যেই মিলবে পরিষেবা। এই ঘোষণার পর থেকেই দেখা গেছে দেশে জুড়ে টিকা নেওয়ার সংখ্যাটা এক লাফে বেড়ে গেছে অনেকটাই। এই পর্যায়ে ষাটোর্ধ্ব ব্যক্তিগণ ছাড়াও ৪৫ বছরের বেশি বয়সী যাদের রোগের উপসর্গ রয়েছে তারাও এই পর্যায়ে করোনা টিকা নিতে পারছেন। ভারত বায়োটেক নির্মিত কোভ্যাকসিন এবং সিরাম ইনস্টিটিউট নির্মিত কোভিশিল্ড টিকার বন্টন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *