৯০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, কোথায় আঘাত হানবে?

৯০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, কোথায় আঘাত হানবে?

নয়াদিল্লি:  শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি৷ আগামী সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আছড়ে পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে৷ এমনই পূর্বাভাস হাওয়া অফিসের৷ প্রতিবেশী শ্রীলঙ্কা এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে অশনি৷ যার অর্থ বজ্র বা বাজ৷ 

আরও পড়ুন- বছরে ২ কোটিও চাকরি বিশ বাঁও জলে, সাড়ে ৮ লক্ষ শূন্যপদ পূরণেই নাকাল কেন্দ্র!

শুক্রবার ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপটি ক্রমশ পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও পূর্ব নিরক্ষীয় ভারতীয় মহাসাগরের উপর অবস্থান করছিল। শনিবার সকালে পূর্ব ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর অবস্থান করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা৷   দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, রবিবার অর্থাৎ ২০ মার্চ সকালের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বরাবর এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে মনে করা হচ্ছে৷ এরপর উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে মঙ্গলবার সকালের মধ্যে বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলের কাছে পৌঁছে যেতে পারে অশনি৷

ঘূর্ণিঝড় অশনির দাপটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে৷ সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বইবো ঝোড়ো হাওয়া। কখনও কখনও তা ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগেও বইতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ 

তবে, অশনির প্রভাব বাংলার উপর সে ভাবে পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আন্দামানে পৌঁছনোর পর শক্তি বাড়াবে৷ তবে সেখান থেকে বাংলাদেশ ও মায়ানমারের দিকে সেটি অগ্রসর হবে৷