তৃণমূলের পর ত্রিপুরায় আক্রান্ত এসএফআই, কাঠগড়ায় BJP

তৃণমূলের পর ত্রিপুরায় আক্রান্ত এসএফআই, কাঠগড়ায় BJP

আগরতলা: তৃণমূলের পর এবার ত্রিপুরায় আক্রান্ত বাম ছাত্রনেতা৷ এসএইআই ছাত্র নেতা সম্রাট মোদককে মারধরের অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে৷ উল্লেখ্য, গতকাল মোদক সহ ৩০ জন এসএফআই নেতা আদালত চত্বরে গিয়ে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষর সঙ্গে৷ এই এসএফআই নেতারা তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়৷ এর পরেই  আজ আক্রান্ত হন সম্রাট মোদক৷ তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজোপি’র বিরুদ্ধে৷  

আরও পড়ুন- স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, অভিষেকের জীবন সঙ্কটে, বিস্ফোরক মমতা

বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই উত্তপ্ত হচ্ছে ত্রিপুরার রাজনৈতিক ময়দান৷ জানা গিয়েছে, আজ সকালে তৃণমূলে যোগ দিতে যাচ্ছিলেন সম্রাট মোদকরা৷ সেই সময়েই তাঁদের উপর হামলা চালানো হয়৷ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কুণাল ঘোষ৷ তিনি বলেন,‘‘গুরুতর আহতদের মধ্যে একজন বাম কর্মী আছেন৷  রবিবার দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে আদালতে ছিলেন তিনি। যোগদানের ইচ্ছা প্রকাশও করেছিলেন৷  ভীষণ ভাল ছেলে। ত্রিপুরায় গণতন্ত্র নেই। ’’ প্রসঙ্গত, শনিবার ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূলের যুব নেতারা৷ হামলা চালানো হয় দেবাংশু ভট্টচাচার্ট, সদীপ রাহা ও জয়া দত্তের উপর৷ এর পর  ৩৬ ঘণ্টা বিনা চিকিৎসায় আটকে রাখা হয় তাঁদের৷ দেওয়া হয়নি খাবার জলটুকুও৷ এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে৷ সেই ঘটনার রেশ কাটার আগে ফেরে উত্তপ্ত ত্রিপুরা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *