কিছুদিনের অপেক্ষা, সাধারণ রোগে পরিণত হবে করোনা! জানালেন ICMR-এর বিজ্ঞানী

কিছুদিনের অপেক্ষা, সাধারণ রোগে পরিণত হবে করোনা! জানালেন ICMR-এর বিজ্ঞানী

4e30661dd5efb95701c9064af39523c1

নয়াদিল্লি:  দেশেজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ কিন্তু আর বেশি দিন নয়৷ এবার হয়তো সাধারণ রোগে পরিণত হবে করোনা৷ ১১ মার্চের পর থেকে কোভিড সাধারণ রোগে পরিণত হতে পারে বলে দাবি করলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অতিমারি বিভাগের প্রধান সমীরণ পাণ্ডা। দেশের এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মনে করা হচ্ছে ১১ ডিসেম্বর থেকে শুরু করে তিন মাস ধরে দেশে চলবে ওমিক্রনের দাপট। ১১ মার্চের পর এই রোগের হাত থেকে আমরা কিছুটা অব্যাহতি পেতে পারি।’’

আরও পড়ুন- ৭ দিনে ৫০ লক্ষ ডোজ! বুস্টার নিয়ে তথ্য দিল কেন্দ্র

পাণ্ডার মতে,  সম্ভবত ১১ মার্চের পর ভারতে কোভিড-১৯ এর অবস্থান একটি সাধারণ রোগের মতো হবে৷ তবে এর জন্য বেশ কতকগুলি বিষয়ের উপর বিশেষ নজর রাখতে হবে৷ নতুন করে করোনার কোনও ভ্যারিয়েন্ট আবির্ভূত না হলে এবং যদি ওমিক্রন করোনার ডেল্টা রূপকে প্রতিস্থাপন করে, তবেই আগামী দিনে করোনা একটি সাধারণ রোগে পরিণত হতে পারে৷ করোনা একটি সাধারণ রোগে পরিণত হলে তা তুলনামূলক ভাবে কম সংক্রমিত হবে এবং একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পাণ্ডা আরও জানিয়েছেন, দিল্লি এবং মুম্বইয়ে করোনা স্ফীতি শীর্ষে পৌঁছেছে কি না, এখনই তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। 

তাঁর কথায়, “দিল্লি এবং মুম্বইয়ে করোনা স্ফীতি শীর্ষে পৌঁছেছে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়৷ এর জন্য আমাদের আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। কয়েক দিনে আক্রান্তের সংখ্যা এবং সংক্রমণের হার কমার উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।’’ তিনি জানিয়েছেন, দিল্লি এবং মুম্বইয়ে ওমিক্রন এবং ডেল্টা ভ্যারিয়েন্টের অনুপাত ৮০ এবং ২০ শতাংশ। বিভিন্ন রাজ্যে অতিমারি বিভিন্ন পর্যায়ে রয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *