নয়াদিল্লি: চলতি মাসের ১০ তারিখ থেকেই দেওয়া শুরু হয়েছিল করোনা ভাইরাস বুস্টার ডোজ। স্বাস্থ্য কর্মী, কোভিড যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তি যাদের কোমর্বিডিটি আছে তারাই এই বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ পেয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত ৭ দিনে ৫০ লক্ষের বেশি মানুষ এই বুস্টার ডোজ পেয়েছেন যা একটি রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্বয়ং এই তথ্য দিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ”আরও একটি দিন, আরও একটি মাইলস্টোন। ১০ জানুয়ারি থেকে ৫০ লক্ষের পর স্বাস্থ্য কর্মী, কোভিড যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তি করোনা ভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ পেয়েছেন। যারা বুস্টার ডোজ পাওয়ার জন্য উপযুক্ত তারা তাড়াতাড়ি টিকার বুস্টার ডোজ নিয়ে নিন।” গত বছর জানুয়ারি মাসে সার্বিকভাবে টিকাকরণ শুরু হয়েছিল দেশে। এখন ১৫০ কোটি টিকার ডোজ প্রদান করা হয়ে গিয়েছে। এখন ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্তের জন্য দেওয়া হচ্ছে বুস্টার ডোজ এবং ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা। খুব তাড়াতাড়ি ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণও শুরু হবে বলে ইঙ্গিত মিলেছে। মার্চের শুরু দিকেই ১২-১৪ বছরের টিকাকরণ শুরু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৮ কোটি ০৪ লক্ষ ৪১ হাজার ৭৭০ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৭৯ লক্ষ ৯১ হাজার ২৩০ ডোজ। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০১৮ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩১০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৭৬ লক্ষ ১৮ হাজার ২৭১ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১। এদিকে, দেশের সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় হয়েছে ১৪.৪৩ শতাংশ। দেশের সার্বিক সংক্রমণের হার ৫.৩৩ শতাংশ।