ওমিক্রন কাটলেও করোনা ফিরবে! গবেষণায় বড় ইঙ্গিত

ওমিক্রন কাটলেও করোনা ফিরবে! গবেষণায় বড় ইঙ্গিত

723a8a7d3a916f58997df5ed4411f081

নয়াদিল্লি: গত বছর ডিসেম্বর নাগাদ মনে হয়েছিল যে করোনা চলে যাচ্ছে। সংক্রমণ কমে এসেছিল এবং তাই জন্য একটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল বিশ্ববাসী। কিন্তু ঠিক সেই সময়েই হানা দেয় করোনার নয়া প্রজাতি ওমিক্রন। তারপর থেকে এখনও পর্যন্ত এর থেকে রেহাই মেলেনি উলটে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা দাবি করছে যে, ওমিক্রন দ্রুত কেটে যাব, করোনা আবার ফিরে আসবে কিন্তু সেটা আর মহামারির রূপ নেবে না। এই তথ্য শুনে যেন আবার একটু স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, গ্রিন করিডর করে আনা হচ্ছে SSKM-এ

বিশ্বখ্যাত ল্যানসেট জার্নালে এই সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি ওমিক্রন সংক্রমণ কেটে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে চিরতরে রেহাই মিলবে না কারণ করোনা সংক্রমণ জারি থাকবে। তবে সেই সংক্রমণ মহামারির আকার নেবে না, সাধারণ ফ্লু হয়ে থেকে যাবে। দাবি, সাধারণ মানুষ এই ভাইরাসের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে। এখন যেমন সংক্রমণ আটকাতে মাস্ক বা দূরত্ববিধি মেনে চলতে হচ্ছে, তখন আর তার দরকার পড়বে না বলেই স্পষ্ট আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু এই গবেষণা পত্রে এই দাবি করা হয়েছে যে, সংক্রমিত হওয়ার কারণে হোক কিংবা টিকা নিয়ে, মানবদেহের অ্যান্টিবডি ধীরে ধীরে কমবে এবং সে আবার সংক্রমিত হতেই পারে। তবে তা গুরুতর হবে না এবং এই সংক্রমণ শীতকালে বাড়বে।

এর আগে ওমিক্রন সংক্রান্ত এক রিপোর্টে বলা হয়েছিল, জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে ওমিক্রনের দাপটেই করোনা তৃতীয় ঢেউ শিখরে পৌঁছবে। দেশজুড়ে আক্রান্তের পরিমাণ ব্যাপক বাড়বে। কিন্তু এই একই রিপোর্ট বলছে, রকেট গতিতে উত্থানের মতোই এই ওমিক্রন প্রজাতির সংক্রমণ নামতে শুরু করবে। অর্থাৎ, যে গতিতে শুরু হয়েছে সংক্রমণ, সেই একই রকম গতিতে শেষ হতে পারে তা। কিন্তু কী ভাবে তা স্পষ্ট করা হয়নি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *