গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, গ্রিন করিডর করে আনা হচ্ছে SSKM-এ

গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, গ্রিন করিডর করে আনা হচ্ছে SSKM-এ

কলকাতা:  গুরুতর অসুস্থ কিংবদন্তী সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ গ্রিন করিডর করে তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে এসএসকেএম হাসপাতালে৷ তৎপরতা চোখে পড়েছে উডবার্ন ব্লকের সামনেও৷ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স রওনা হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম-এ পৌঁছে যাবেন তিনি৷ 

আরও পড়ুন- দিঘার হোটেলের ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের!

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ গতকাল থেকে ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ বুকে সর্দির প্রকোপও বাড়ে৷ পারিবারিক চিকিৎসক বিষয়টি দেখার পর আরটি-পিসিআর টেস্ট করার পরামর্শ দেন৷ সেই মতো টেস্টও করানো হয়৷ তবে আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি৷ তবে গতকাল সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতেই চিকিৎসার তৎপরতা শুরু হয়৷ খবর পেয়েই তাঁকে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফোন ধরেন তাঁর কন্যা৷ তাঁর কাছ থেকেই সম্পূর্ণ খবর নেন৷ এর পর মুখ্যমন্ত্রীর তৎপরতাতেই তাঁকে তড়িঘড়ি এসএসকেএম-এর উডবার্ন হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷  

লেকটাউনের বাড়ির দোতলায় থাকেন সন্ধ্যা মুখোপাধ্যায়৷ তাঁর বয়স হয়েছে ৯০ বছর৷ ফলে সে ভাবে আর বাড়ি থেকে বেরন না৷ সম্প্রতি তাঁকে পদ্মসম্মান দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় সরকার৷ কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন৷ এর পর থেকে বহু ফোন এসেছে তাঁর কাছে৷ তাঁকে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে হয়েছে৷ এবং এর পরেই তিনি অসুস্থ বোধ করেন বলে পরিবার সূত্রে খবর৷ তড়িঘড়ি পারিবারিক চিকিৎসককে ডাকা হয়৷ তিনি জানান, শিল্পীর নিউমোনিয়া রয়েছে৷ হালকা জ্বরও দেখা যায়৷ খানিকটা শ্বাসপ্রশ্বাসের সমস্যাও রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =