নয়াদিল্লি: দেশে ফের কিছুটা উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ৷ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা৷ তবে কিছুটা কমল মৃত্যুর হার৷ অন্যদিকে, চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস প্রজাতি৷ ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হল মধ্যপ্রদেশে৷ মৃত মহিলা উজ্জয়িনীর বাসিন্দা৷
আরও পড়ুন- ধোপারাও ‘কোভিড যোদ্ধা’ সম্মান চান!
এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে ৫ জন আক্রান্তেক শরীরে ডেল্টা প্রজাতির ভাইরাস মিলেছে৷ তাঁদের মধ্যে ২ জন উজ্জয়িনীর এবং ৩ জন ভোপালের৷ তাঁদের মধ্যে একজন মহিলার মৃত্যু হলেও, বাকি চার জন সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, ২৩ জুন মৃত্যু হয় ওই মহিলার৷ তবে তাঁর জিনোম বিশ্লেষণ করার পর বুধবার ডেল্টা প্লাস প্রজাতির বিষয়টি নিশ্চিত করেছেন উজ্জয়িনীর নোডাল কোভিড অফিসার রৌনক। জানা গিয়েছে, ওই মহিলা করোনা টিকার একটি ডোজ নিয়েছিলেন৷ আরও একটি ডোজ নেওয়া বাকি ছিল তাঁর৷
আরও পড়ুন- সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা
এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন৷ বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজারের একটু বেশি৷ অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,৩২১ জনের৷ তবে একই সঙ্গে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ৮৮৫ জন রোগী৷ ডেল্টা প্লাস প্রজাতি নিয়েই উদ্বেগ বাড়ছে৷ ভাইরাসের এই প্রজাতি ভয়াবহ আকার নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে৷ অন্যদিকে ব্রাজিলে চোখ রাঙাচ্ছে গামা স্ট্রেন৷
করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকাকরণের উপরেই অধিক জোড় দেওয়া হচ্ছে৷ দেশজুড়ে টিকার আভাবে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল দেশবাসী৷ তবে এখন কিছুটা গতি ফিরেছে৷ পাশাপাশি শুরু হয়েছে ১৮ ঊর্ধ্ব সকল নাগরিকের জন্য বিনামূল্যে টিকাকরণ৷