বিজ্ঞানকে উপেক্ষা নাকি রাজনৈতিক ব্যর্থতার মাশুল গুনছে ভারত?

বিজ্ঞানকে উপেক্ষা নাকি রাজনৈতিক ব্যর্থতার মাশুল গুনছে ভারত?

নয়াদিল্লি: ভারত এবং ব্রাজিল, পৃথিবীর দুই প্রান্তের দুই দেশ৷ কিন্তু একই ভাবে এই দুটি দেশকে গ্রাস করেছে করোনা সংক্রমণ৷ মূলত রাজনৈতিক ব্যর্থতাই যার জন্য দায়ী৷ 

আরও পড়ুন- করোনা পরিস্থিতি উদ্বেগজনক, ভারতীয় প্রজাতি অতি সংক্রামক, জানালেন WHO বিজ্ঞানী সৌম্যা

গত সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪ লক্ষ৷ অন্যদিকে, ভারতে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হচ্ছে৷ তার উপর রয়েছে অক্সিজেন, ভেন্টিলেটর, ইনটেনসিভ কেয়ার বেড এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীর আকাল৷ বিশ্বের অন্যান্য দেশগুলি অবশ্য পাশে দাঁড়িয়েছে এই দুই দেশের৷ কিন্তু কেন এতটা ক্ষতিগ্রস্ত হল ভারত ও ব্রাজিল? এর জন্য রাজনৈতিক ব্যর্থতাতেই দায়ী করা হচ্ছে৷ হয় এই দুই দেশের রাজনৈতিক নেতারা ব্যর্থ, না হয় বিশেষজ্ঞদের পরামর্শ মতো সঠিক সময়ে সাড়া দিতে পারেননি তাঁরা৷ 

ব্রাজিলের সবচেয়ে বড় ব্যর্থতা হল, সে দেশের প্রেসিডেন্ট জাইর বলসোনারো লাগাতার কোভিড-১৯ কে সামান্য ফ্লু হিসাবে ভুল ভাবে ব্যাখ্যা করে এসেছেন৷ পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ এবং বিজ্ঞানীদের নির্দেশকে অস্বীকার করে এসেছেন৷ একইভাবে ভারতীয় নেতারাও প্রয়োজন অমনুযায়ী সিদ্ধান্তমূলক কাজ করেননি৷ এর সবচেয়ে বড় উদাহরণ হল বিভিন্ন ক্ষেত্রে বিপুল সমাবেশ৷ ট্রাম্প জমানায় আমরা দেখেছিলাম, কোভিড সংক্রমণ রুখতে শারীরিক দূরত্বকে অস্বীকার করে বিপর্যয় ডেকে আনা হয়েছিল৷ আমেরিকায় ৫ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত গোটা বিশ্বে যা সর্বোচ্চ৷

আরও পড়ুন- BJP-র হাতে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, হামলার শিকার বাম নেতারা 

তেমনই  গত ১০০ বছরে এমন মৃত্যু মিছিল দেখেনি ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের এই ভয়াবহ পরিস্থিতির জন্য সরাসরি মোদী সরকারকেই দায়ী করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান জার্নাল নেচার৷ গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৬ হাজার৷ এর পর তা কমতে কমতে মার্চ মাসে ১২ হাজারে পৌঁছয়৷ এই সময়ের মধ্যে দোকান বাজার থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্র খুলে দেওয়া হয়৷ বড় বড় জমায়েত হতে থাকে৷ এমনকী কেন্দ্রেক কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে জড়ো হয়েছিল কয়েক হাজার কৃষক৷ এর পর পাঁচ রাজ্যে শুরু হয় নির্বাচনী প্রচার৷ যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *