‘R’ ভ্যালু, অ্যাকটিভ কেসে দুইই কমল দেশে! জোড়া সুখবরে বিরাট স্বস্তি

‘R’ ভ্যালু, অ্যাকটিভ কেসে দুইই কমল দেশে! জোড়া সুখবরে বিরাট স্বস্তি

নয়াদিল্লি: আজ জোড়া সুখবর মিলছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। একদিকে যেমন কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা, অন্যদিকে কমেছে ‘আর’ ভ্যালু। এক কথায়, ১৮৬ দিনে সর্বনিম্ন হয়েছে দেশের অ্যাকটিভ কেস। পাশাপাশি দৈনিক আক্রান্তের হ্রাস ঘটেছে কিছুটা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। মাঝে কয়েকদিন দেশের কোভিড গ্রাফ কিছুটা কম ছিল। মাঝে বেড়েছিল। কিন্তু এখন আবার কমল। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলেই মনে করা হচ্ছে। তবে অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। 

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৯৬৪ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৪৯৮ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন। আর ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জন।  

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC 

আরও বড় স্বস্তি ‘আর’ ভ্যালু কমে যাওয়ায়। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭, এখন তা দাঁড়িয়েছে ০.৯২ তে। যদিও মুম্বই, কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরুতে এখনও আর ভ্যালু একের বেশি। উল্লেখ্য, ‘আর’ ভ্যালু হল একজন করোনা আক্রান্তের সংক্রমিত করার হার। এদিকে, দেশের মোট টিকাকরণ ছাড়িয়েছে ৮২ কোটি। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দেশের ৮২ কোটি ৬৫ লক্ষ ১৫ হাজার ৭৫৪ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৭৫ লক্ষ ৫৭ হাজার ৫২৯ জন। এখন দেশের মোট সংক্রমণের হার ৬.০২ শতাংশ, গত ২৪ ঘণ্টায় সেটি ১.৬৯ শতাংশ। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =