মণিপুরে সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, স্ত্রী,পুত্র-সহ নিহত অসম রাইফেলসের কর্নেল

মণিপুরে সেনা কনভয়ে ভয়াবহ জঙ্গিহানা, স্ত্রী,পুত্র-সহ নিহত অসম রাইফেলসের কর্নেল

ইম্ফল: মণিপুরে মায়ানমার সীমান্তে চূড়াচাঁদপুর জেলায় সেনা কনভয়ে জঙ্গিহানা৷ হামলা চালানো হয় অসম রাইফেলসের কনভয়ে৷ এই ঘটনায় মৃত্যু হয়েছে অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার সহ ৬ জনের৷ নিহতদের মধ্যে ওই কমান্ডিং অফিসারের স্ত্রী ও সন্তান রয়েছে পুলিশ সূত্রে খবর৷ 

আরও পড়ুন- বিশ্বের দশ দূষিত শহরের মধ্যে ভারতের ৩, জানেন কোন কোন শহর?

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল ১০টা নাগাদ আচমকাই সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই কনভয়ে এক অফিসার ও তাঁর পরিবার ছিলেন৷ তাঁদের সঙ্গে ছিলেন কুইক রিয়াকশন টিম-এর দুই সদস্য ও গাড়ির চালক৷ বিস্ফোরণে সকলেরই মৃত্যু হয়েছে৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও এই হামলার পিছনে ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’ (পিএলএএম)-এর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷ অথবা এর পিছনে রয়েছে ময়ানমারে ঘাঁটি গাড়া নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং)-এর হাত৷ গত বছর মণিপুরের চান্দেলে সেনা কনভয়ে হামলা চালিয়েছিল এই খাপলাংরা৷ 

জঙ্গিহানায় অসম রাইফেলসের কর্নেল ত্রিপাঠি, তাঁর পরিবারের সদস্য এ বাকি সেনা কর্মীদের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইটে লেখেন সেনা কনভয়ে জঙ্গিহানার তীব্র নিন্দা করছি৷ জঙ্গি হামলার ঘটনায় নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংও৷ তিনি টুইট করে লেখেন, ‘‘৪৬ এআর বাহিনীর কনভয়ের উপর ঘৃণ্য হামলা চালানো হয়েছে৷ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ জঙ্গি হামলায় কর্নেল ও তাঁর পরিবার সহ বেশ কয়েকজন সেনার মৃত্যু হয়েছে৷ রাজ্য পুলিশ ও প্যারা মিলিটারি বাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে৷ হামলাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =