বিশ্বের দশ দূষিত শহরের মধ্যে ভারতের ৩, জানেন কোন কোন শহর?

বিশ্বের দশ দূষিত শহরের মধ্যে ভারতের ৩, জানেন কোন কোন শহর?

নয়াদিল্লি: গোটা বিশ্বে সবচেয়ে দূষিত শহরের একটি তালিকা প্রকাশ করেছে সুইজারল্যান্ডের একটি সংস্থা আইকিউ এয়ার৷ জানলে অবাক হবেন সবচেয়ে দূষিত ১০ শহরের এই তালিকায় রয়েছে ভারতের ৩ শহর৷ শুধু তাই নয়, এই তালিকায় সবার প্রথমে রয়েছে দিল্লির নাম৷ 

আরও পড়ুন- মানুষ বাঁচবে কী ভাবে? রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্রকে দু’দিনের লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

দিল্লির বাতাসে মিশেছে বিষ৷ দীপাবলির পর থেকে রাজধানীর দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে৷ শনিবার সকালে দিল্লির বায়ু মান সূচক ৫৫৬৷ অবিলম্বে এই দূষণের মাত্রা ৩০ শতাংশ কমিয়ে আনতে হবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷ অবিলম্বে দূষণের মাত্রা কমাতে দু’দিনের লকডাউনের পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট৷ দীপাবলি উপলক্ষে টানা সাতদিন বাজি পুড়েছে দিল্লিতে৷ পাশাপাশি পড়শি রাজ্য পঞ্জাবে ফসলের গোড়া পোড়ানোর ফলে সই ধোঁয়াও ঢুকেছে রাজধানীতে৷  

বিশ্বের দ্বিতীয় দূষিত শহর হল পাকিস্তানের লাহৌর৷ সম্প্রতি লাহৌর হাইকোর্টে দূষণ সংক্রান্ত একটি মামলায় আদালত জানায়, দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি সেখানকার প্রশাসন৷ লাহৌরের পর তালিকায় রয়েছে বুলগেরিয়া৷ সেখানে বায়ুমান সূচক ১৭৮৷ বুলগেরিয়া গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে দূষিত শহর৷ বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)-র সমীক্ষা বলছে, বুলগেরিয়ায় ফি বছর গড়ে ৯ হাজার মানুষের বায়ুদূষণ জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়৷ 

বিশ্বের চতুর্থ দূষিত শহরের নাম কলকাতা৷ এই শহরে বায়ু মান সূচক ১৭৭৷ অত্যাধিক যানবাহন ও কলকারখানার ধোঁয়াই এই শহরে বায়ু দূষণের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কলকাতার পরেই রয়েছে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব৷ শীতকালে এই শহরের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে৷ স্থানীয় মানুষ ঠিক মতো নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারেন না৷ এই শহরের বায়ু মান সূচক ১৭৩৷ 

ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বই৷ তবে দিল্লি ও কলকাতার থেকে খানিকটা পিছিয়ে রয়েছে মায়ানগরী৷ এই শহরের বায়ু মান সূচক ১৬৯৷ সপ্তম স্থানে রয়েছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড৷ এটি ইউরোপের আদি শহর৷ মূলত বিভিন্ন খনি এখানে দূষণের অন্যতম প্রধান কারণ৷ পাশাপাশি যানবাহন ও কলকারখানা তো রয়েছেই৷ বেলগ্রেডের বায়ু মান সূচক ১৬৫৷ 

অষ্টম স্থানে রয়েছে চিনের একটি শহর৷ নাম চেঙ্গুর৷ এই শহরে বায়ু মান সূচক ১৬৫৷ এই শহরের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করা হয়েছে৷ এর পরেই উত্তর ম্যাসিডোনিয়ার শহর স্কপজে। এই শহরের বায়ু মান সূচক ১৬৪। কারখানা থেকে নির্গত ধোঁয়া, যানবাহন এবং গৃহস্থালির ধোঁয়াই দূষণের মূল কারণ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুদূষণের জন্য প্রতি বছর প্রত্যক্ষ ভাবে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু ঘটে এখানে। সুইস সংস্থার তালিকায় ১০ নম্বরে রয়েছে পোল্যান্ডের ক্রাকো শহর৷ এই শহরের বায়ু মান সূচক ১৬০৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =