লাদাখ সীমান্তে মাত্র কয়েকশো মিটার দূরেই দাঁড়িয়ে রয়েছে চিন সেনা, চড়ছে পারদ

লাদাখ সীমান্তে মাত্র কয়েকশো মিটার দূরেই দাঁড়িয়ে রয়েছে চিন সেনা, চড়ছে পারদ

 

নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের সেনা কার্যত চোখে চোখ রেখে দাঁড়িয়ে রয়েছে৷ কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সেনা চৌকিগুলি বারবার দখলের চেষ্টা চালাচ্ছে চিন৷ সীমান্তে দ্বিপাক্ষিক সংঘাত এতটাই তীব্র হয়ে উঠেছে যে পর পর দু’দিন গুলি চলেছে৷ প্রথম দিন যে এলাকায় গুলি চলেছিল সেখান থেকে কয়েকশো মিটার দূরে বুধবার ফের মুখোমুখি হয় ভারত ও চিন৷ 

আরও পড়ুন- BREAKING: করোনা-কালে EPFO-র সুদে কোপ, আপাতত এই হারে সুদ পাবেন গ্রাহকরা

 

পরমাণু অস্ত্রধর চিন এই ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে৷ তাদের অভিযোগ, সোমবার ভারতই প্রথম ওয়ার্নিং শট (শূন্যে গুলি ছোড়া) করে৷ দীর্ঘদিনের প্রোটোকল ভেঙে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে৷ সেই দাবি খারিজ করে দেয় ভারত৷ প্রসঙ্গত, ১৯৭৫ সালে অরুণাচলে ভারত-চিন সীমান্তে শেষ গুলি চলেছিল৷ চিন সেনার গুলিতে শহিদ হয়েছিলেন অসম রাইফেলসের চার জওয়ান৷ এর পর গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে৷ এই ঘটনায় প্রাণ হারান ২০ ভারতীয় জওয়ান৷ তবে গুলি চলেনি৷ 

 

সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লির এক উচ্চ পদস্থ আধিকারিক বলেন, ‘‘সীমান্ত পরিস্থিতি খুবই গম্ভীর’’৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্যাংগং লেকের কাছে কমপক্ষে চারটি এলাকায় মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও চিন সেনা৷ অপর এক আধিকারিকের কথায়, ‘‘দুই দেশের সেনাই তাদের এলএসি-তে নিজেদের এলাকার মধ্যে রয়েছে৷ রাজেং লা পাসের কাছে ফরোয়ার্ড পোস্টে ২০০ মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে দু’দেশের সেনা৷ সোমবার নয়াদিল্লির একটি সূত্র মারফত সোমবার তোলা বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে৷ যেখানে দেখা যায় প্যাংগং লেকের দক্ষিণে কাঁধে অ্যাসল্ট রাইফেল ঝুলিয়ে টহল দিচ্ছে চিন সেনা৷ সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ভারতও৷ 

আরও পড়ুন- মৃত্যুহার আদৌ কমাচ্ছে প্লাজমা থেরাপি? নয়া উদ্বেগ ICMR রিপোর্টে

সোমবার সীমান্ত পেরিয়ে ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে চিন৷ পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মুখপাত্র কর্নেল জাং শুইলির দাবি,  ‘‘অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত এবং শেনপাও পাহাড়ি এলাকায় ঢুকে পড়ে ভারতীয় সেনা৷ সেই সময়ই গুলি চালায় তাঁরা৷ ভারতের এই উস্কানিমূলক পদক্ষেপের জবাবে পাল্টা ফায়ারিং করে চিনা ফৌজ৷’’

চেনের সেই দাবি খারিজ করে দিয়ে ভারতীয় সেনা জানায়, সোমবার রাতে চিনের তরফেই প্ররোচনা দেওয়া শুরু হয়। চিনের সেনাবাহিনী ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে। ওই চূড়ায় মোতায়েন রয়েছে ভারতীয় সেনা। তারা আগ্রাসীভাবে ভারতীয় পোস্টের দিকে এগিয়ে আসে৷ শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে৷ পাল্টা জবাবে ওয়ার্নিং শট করে ভারতীয় সেনা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 16 =