LAC মানছে না চিন, লাল ফৌজের আগ্রাসনে সীমান্তে উত্তেজনা, বললেন রাজনাথ

LAC মানছে না চিন, লাল ফৌজের আগ্রাসনে সীমান্তে উত্তেজনা, বললেন রাজনাথ

 

নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তের প্রকৃত পরিস্থিতি কী, তা দেশবাসীকে জানাতে হবে৷ দীর্ঘ দিন ধরেই এই দাবি জানিয়ে আসছিলেন বিরোধী নেতারা৷ মঙ্গলবার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে লাদাখ ইস্যুতে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তিনি বললেন, ‘‘লাদাখে চিনের সঙ্গে সীমান্ত বিবাদ এখনও অমীমাংসিত৷ কারণ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নির্ধারিত হয়েছিল, তা মানতে নারাজ চিন৷ আমরা ১৯৬০ সালের চুক্তিকে মান্যতা দিলেও, চিন তা মানছে না৷ যার জেরেই সীমান্তে বারবার অশান্তি তৈরি হচ্ছে৷’’ এই সমস্যা সমাধানে আলোচনার প্রয়োজনা রয়েছে বলেও উল্লেখ করেন রাজনাথ৷ 

আরও পড়ুন- ৬ মাসে EPF থেকে উধাও ৩৯ হাজার কোটি টাকা! সংসদে জানাল কেন্দ্র

মে মাস থেকেই সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে৷ এলএসি-তে বিপুল সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করে বেজিং৷ গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হন ২০ ভারতীয় জওয়ান৷ এদিন ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, ‘‘গালওয়ান উপত্যকায় আমাদের সেনা আত্মবলিদান দিয়েছে৷ সেই সঙ্গে চিনকেও সমুচিত জবাব দিয়েছে৷ এই সংঘর্ষে অনেক বেশি ক্ষতি হয়েছে চিনের৷ আবার যেখানে সংযম দেখানোর প্রয়োজন হয়েছে সেখানে তাঁরা সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। এই শৃঙ্খলা ও শৌর্যের জন্য শুধু সংসদ নয়, সারা দেশবাসীর ভারতীয় সেনার পাশে দাঁড়ানো উচিত।’’ তিনি আরও বলেন, আমাদের সেনার উপর পূর্ণ আস্থা রয়েছে৷ তবে আমরা চাই আলোচনার মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান হোক৷ চিনের আগ্রাসনেই যে সীমান্ত উত্তেজনা বাড়ছে, তা আরও একবার উল্লেখ করেন রাজনাথ৷

রাজনাথ সিং জানান, মে মাসেই পূর্ব লাদাখের প্যাংগং লেক, গালওয়াল উপক্যতা, গোগরা সহ বেশি কিছু এলাকায় আগ্রাসন চালানোর চেষ্টা করেছিল চিন৷ চিনা আগ্রাসন রুখতে সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও অস্ত্র মজুত করতে শুরু করে ভারতও৷ তিনি বলেন, ‘‘মস্কোয় চিনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় স্পষ্ট জানিয়েছি, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সেনারা দায়িত্বপূর্ণ আচরণ করেছে৷ কিন্তু একইসঙ্গে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করতেও তাঁরা দৃঢ় সংকল্প৷’’ 

আরও পড়ুন- হোক আলোচনা, না হলে যে কোনও পরিস্থিতি জন্য তৈরি ভারত, সংসদে বার্তা রাজনাথের

এদিকে, এদিন রাজনাথ সিংয়ের বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে বলে দাবি তোলে কংগ্রেস৷ সেই দাবি খারিজ হওয়ার পরই লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা৷  সূত্রের খবর, সীমান্ত ইস্যুতে কেন্দ্র বিতর্ক এড়িয়ে যেতে চাইছে বলেও অভিযোগ তোলেন তাঁরা৷ অন্যদিকে, টুইট করে প্রতিরক্ষামন্ত্রীর কাছে একাধিক প্রশ্ন করেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা৷ তিনি বলেন, কী ভাবে চিন ভারতের মাটি দখল করল? অথচ প্রধানমন্ত্রী বলছেন,আমাদের ভূখণ্ডে কেউ ঢুকতে পারেনি৷ কেন মানুষকে ভুল বোজাচ্ছেন তিনি? সেই প্রশ্নও তোলেন সুরজেওয়ালা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =