নয়াদিল্লি: ফের চর্চায় দিল্লি জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়। আবার একবার গোষ্ঠী সংঘর্ষের কারণে উত্তপ্ত হল দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। দিল্লি পুলিশের তরফে জানান হয়েছে, ব্যক্তিগত কোনও এক কারণে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- ‘আমি ভাগ্যবান, গর্বিত’, লালুকে কিডনি দান করছেন মেয়ে রোহিণী
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের দুই হোস্টেলের ছাত্রদের মধ্যে বহিরাগতদের আনা নিয়ে বিবাদ চরমে ওঠে। দুই পক্ষই অভিযোগ তোলে একে অপরের বিরুদ্ধে যে তারা ক্যাম্পাসে বাইরের লোকেদের নিয়ে আসছে। এই নিয়েই মূলত বচসা শুরু হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরে তা সংঘর্ষের রূপ নিলে একাধিক পড়ুয়া আহত হয়। যদিও ঠিক কাদের নিয়ে এবং নির্দিষ্টভাবে কোন ইস্যুতে এই সমস্যা হয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।