নয়াদিল্লি: তিনটি কোভিড ঢেউ দেখে ফেলেছে ভারত। কিন্তু বিগত কয়েক মাস ধরে দেশের সংক্রমণ নিম্নগামী হয়েছে। আপাতত অনেক রাজ্যে বিধিনিষেধও শিথিল করেছে। কিন্তু কয়েক সপ্তাহ আগে থেকে আবার কিছুটা ঊর্ধ্বগামী হয় ভারতের করোনা গ্রাফ। শুরু হয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। তাই টিকাকরণে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এরই মধ্যে জানা গেল, নতুন করে টিকা সংগ্রহ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার! কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? স্পষ্ট হল রিপোর্টে।
আরও পড়ুন- ঘোষণাই সার, ট্রেনে বেডরোল কোথায়? বিশেষ নিয়ম ভারতীয় রেলে
নতুন করে টিকা সংগ্রহ করার আপাতত কোনও প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকারের। কারণ জানান হয়েছে, এই মুহূর্তে সরকারের ভাঁড়ারে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। তাই আরও টিকা এখন নেওয়ার দরকার পড়বে না। তথ্য অনুযায়ী, এই মুহূর্তে প্রায় ২০ কোটি ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে কেন্দ্রের ভাঁড়ারে। আগামী দিনে সেগুলি ব্যবহার করা হবে। তাই আরও নতুন করে আরও টিকা নেওয়া হচ্ছে না বলেই স্পষ্ট করা হয়েছে। অন্তত সর্বভারতীয় এক সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, বর্তমানে মজুত রয়েছে ১৯.১ কোটি ডোজ টিকা। সেই কারণেই সাময়িকভাবে টিকা সংগ্রহ স্থগিত রাখা হচ্ছে।
উল্লেখ্য, করোনার চতুর্থ ঢেউ নিয়ে উদ্বেগ ব্যাপক হারে বাড়ছে। যদিও সম্ভাবনা উড়িয়ে দিয়েছে আইসিএমআর। বিশেষজ্ঞদের বক্তব্য, দেশের এই সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চিন্তার কোনও কারণ নেই। চতুর্থ ঢেউ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা আপাতত অযৌক্তিক। অন্যদিকে আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। তবে টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ১৮৯ কোটি ৪১ লক্ষের বেশি ডোজ।