আসছে ভারতের তৈরি দ্বিতীয় কোভিড ভ্যাকসিন, ৩০ কোটি ডোজের চুক্তি কেন্দ্রের

আসছে ভারতের তৈরি দ্বিতীয় কোভিড ভ্যাকসিন, ৩০ কোটি ডোজের চুক্তি কেন্দ্রের

নয়াদিল্লি: দেশে টিকাকরণ কর্মসূচিতে গতি আনতে আসতে চলেছে আরও এক দেশীয় টিকা৷ ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ কেনার জন্য হায়দরাবাদের সংস্থা বায়োলজিকাল-ই এর সঙ্গে চুক্তি করল কেন্দ্রীয় সরকার। অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এই টিকা সরবরাহ করবে সংস্থা। চলছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এটাই ভারতের তৈরি দ্বিতীয় করোনার টিকা৷  এই টিকা কিনতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ১ হাজার ৫০০ কোটি টাকা অগ্রিম দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷

আরও পড়ুন- ৯৮ দিন স্থায়ী হবে করোনার তৃতীয় ঢেউ, বলছে রিপোর্ট

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই প্রকট হয়ে ওঠে টিকার অভাব৷ যার জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রকে৷ টিকাকরণ কর্মসূচি নিয়ে দেশজুড়ে চলা বিস্তর বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ করল কেন্দ্র৷ পাশাপাশি টিকাকরণে গতি আনতে ‘ভ্যাকসিন মৈত্রী’ কর্মসূচির আওতায় বিদেশে ভ্যাকসিন রফতানি স্থগিত করে দেশের জন্য আরও বেশি করে ডোজ সংগ্রহ করতে হবে কেন্দ্রকে৷ কারণ ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা৷ 

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বায়োলজিকাল-ই’র প্রথম ও দ্বিতীয় পর্বের ট্রায়ালে আশাব্যঞ্জক ফল মিলেছে৷ চলছে তৃতীয় দফার ট্রায়ল৷ ট্রায়াল শেষ হতেই আগামী কয়েক মাসের মধ্যে চলে আসবে এই টিকা৷ এদিকে অগাস্ট মাসের মধ্যে প্রতিদিন ১ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট নিয়েছে সরকার৷ সেই লক্ষ্যে কোভ্যাক্সিন ও কোভিশেল্ডির পাশাপাশি ছাড়পত্র দেওয়া হয়েছে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটন্ক-ভি’কে৷ খুব শীঘ্রই স্পুটনিক ভি টিকা দেওয়ার কাজও শুরু হবে দেশে৷ 

গত মে মাসেই কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, অগাস্ট থেকে ডিসেম্বর মাসের জন্য ২০০ কোটির বেশি করোনাভাইরাস টিকার ডোজ উৎপাদন করা হবে৷ নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল জানিয়েছেন, কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন-সহ দেশীয় টিকার মাধ্যমেই ২০০ কোটি ডোজের এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে৷ এই ২১৬ কোটি ডোজের মধ্যে ৭৫ কোটি কোভিশিল্ড ও ৫৫ কোটি কোভ্যাক্সিন উৎপাদন করা হবে৷ পাশাপাশি ভারতেই তৈরি হবে স্পুটনিক ভি’র টিকা৷ এর মধ্যে নয়া সংযোজন হতে চলেছে বায়োলজিকাল ই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 8 =